← রাজ্য বিভাগে ফিরে যান
ফের যাত্রী দুর্ভোগ, আগামীকাল থেকে বাতিল হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শিয়ালদহে মেইন লাইনে দুর্ভোগ আপাতত মিটেছে। এবার হাওড়া লাইনের বিভিন্ন শাখায় ফের যাত্রী ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে। লোকাল ট্রেন বন্ধের জেরেই ফের ভোগান্তির সম্ভাবনা দেখা দিয়েছে। পূর্ব রেল তরফে খবর মিলেছে, হাওড়া ডিভিশনের একাধিক লাইনে টানা ১০ দিন বেশ কয়েক জোড়া ট্রেন বাতিল থাকবে।
রেল জানিয়েছে, আগামীকাল অর্থাৎ ১ মে থেকে ১০ মে পর্যন্ত লিলুয়া-বর্ধমান শাখায় ট্র্যাফিক ও পাওয়ার ব্লকের কাজ চলবে। পূর্ব রেল তরফে খবর, হাওড়া থেকে ছয়টি লোকাল ট্রেন বাতিল থাকবে। বর্ধমান থেকে জোড়া লোকাল বাতিল থাকবে। পান্ডুয়া, তারকেশ্বর, গুড়াপ ও শ্রীরামপুর থেকে একটি করে লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার যাত্রী এই রুটগুলিতে যাতায়াত করেন। বলাবাহুল্য, এক নাগাড়ে টানা ১০ দিন একাধিক লোকাল ট্রেন বাতিল হলে নিত্যযাত্রীরা সমস্যায় পড়বেন।