দেশ বিভাগে ফিরে যান

মিও আমরে থেকে গুগল, অভিনব কায়দায় মাতৃ দিবসের শুভেচ্ছার প্লাবন সমাজ মাধ্যমে

May 14, 2023 | 2 min read

অভিনব কায়দায় মাতৃ দিবসের শুভেচ্ছার প্লাবন সমাজ মাধ্যমে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আজ মায়েদের দিন। আমাদের সব্বার জীবনে, সব কিছু সামাল দেওয়ার কারিগর দিন আজ। ঠিক কবে থেকে পালিত হচ্ছে মাতৃ দিবস? ইতিহাস বলে, প্রাচীন গ্রীক এবং রোমানদের মধ্যেই মাকে শ্রদ্ধা জানাতে এমন বিশেষ দিন উদযাপনের নজির খুঁজে পাওয়া যায়।

ছবি: গুগল
ছবি সৌজন্যেঃ wow momo
ছবি: মাজোটো
ছবি: মিও আমরে
ছবি সৌজন্যেঃ svf


মাতৃ পুজোর প্রথার জন্ম হয়েছে প্রাচীন গ্রীস থেকে, গ্রীক দেবতাদের মা সাইবেলের উপাসনা থেকেই হয়ত মাতৃ দিবস উদযাপনের শুরু। এমন উৎসব রোমানরাও পালন করত। আরেক দলের বিশ্বাস, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম অনুষ্ঠানিকভাবে মাতৃদিবস উদযাপন হয়। ১৯০৮ সালে মার্কিন কর্মী আনা জার্ভিস প্রথম এই দিন উদযাপন করেন। আজ দিনভর মায়েদের নিয়ে মাতলেন সকলে।


সমাজ মাধ্যমে বয়ে গেল বন্যা। নেটিজেনদের পাশাপাশি বিভিন্ন সংস্থাও কুর্নিশ জানালো মায়েদের।

ছবি সৌজন্যেঃ বোরোলিন
ছবি সৌজন্যেঃ মালি
ছবি সৌজন্যেঃ বিল্টু দে
ছবি সৌজন্যেঃ মোহনবাগান

মিও আমরে থেকে জোম্যাটো বাদ গেল না কেউই। জোম্যাটো নাম বদলে করে মোজোটো। প্রাণী জগতের মায়েদের মাধ্যমে গুগল ডুডলে মাতৃ দিবসের শুভেচ্ছা জানানো হয়। পিছিয়ে ছিলেন না কনটেন্ট ক্রিয়েটাররাও, এছাড়াও নানাবিধ সংস্থা, ফেসবুক পেজ, সংবাদ মাধ্যম সকলেই মায়েদের শুভেচ্ছা জানালেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#Google, #mio amore, #Mothers day, #international mothers day, #wishes, #mothers day wish

আরো দেখুন