ভারত মহাসাগর ষষ্ঠ অধিবেশন নিয়ে গুরুতর অভিযোগ আনলেন অমিত মিত্র
এই অধিবেশনের এবারের থিম ছিল, ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা।

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গত সপ্তাহে ভারত মহাসাগর ষষ্ঠ অধিবেশন অনুষ্ঠিত হয় ঢাকায়। ইন্ডিয়ান ফাউন্ডেশন ও বাংলাদেশের যৌথ উদ্যোগে এই অধিবাশেনের আয়োজন করা হয়েছিল। অষ্ঠুনের উদ্বোধন করেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৫টি দেশের ১৫০ জনের বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন অধিবেশনে।
এই অনুষ্ঠানটি নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। তাঁর অভিযোগ এই অধিবেশনের সহযোগী আয়োজক ইন্ডিয়ান ফাউন্ডেশন সম্পূর্ণভাবে আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত। সংগঠনটি নিয়ন্ত্রন করেন রাম মাধবন, চার জন বিজেপি সাংসদ এবং অজিত ডোভালের পুত্র। কিভাবে বাংলাদেশ সরকার আরএসএস-এর দ্বারা নিয়ন্ত্রিত এরকম একটি সংগঠনের সঙ্গে যৌথভাবে এই অধিবেশনটি আয়োজন করল?
এই অধিবেশনের এবারের থিম ছিল, ভবিষ্যতের জন্য শান্তি, সমৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা। অধিবেশনে যোগ দিয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতাবস্থা বজায় রাখতে সব রকমভাবে এগিয়ে আসবে ভারত। প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় ভারত পাশে থাকবে।