দেশ বিভাগে ফিরে যান

নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি ব্রাত্য কেন, প্রশ্ন তুলে বয়কটের ভাবনা বিরোধীদের

May 22, 2023 | 2 min read

নতুন সংসদ ভবনের উদ্বোধনে রাষ্ট্রপতি ব্রাত্য কেন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নতুন সংসদ ভবন নিয়ে বিতর্ক অব্যাহত। সংসদ ভবনের উদ্বোধন কেন রাষ্ট্রপতিকে দিয়ে করানো হচ্ছে না, কেন প্রধানমন্ত্রীই হয়ে উঠছেন সর্বেসর্বা, সেই প্রশ্ন উঠে গেল। সেই সঙ্গে শুরু হলো রাজনৈতিক জল্পনা, রাষ্ট্রপতিকে ব্রাত্য রাখায় বিরোধীরা কি উদ্বোধন অনুষ্ঠান বর্জন করবে?

নতুন সংসদ ভবনের নির্মাণ শুরু হয়েছিল ২০২০ সালের ১০ ডিসেম্বর। কোভিডের প্রবল দাপাদাপির সময় ‘সেন্ট্রাল ভিস্তা’র সৌন্দর্যায়নের অন্তর্গত নতুন সংসদ ভবনের শিলান্যাস হয়েছিল। শিলান্যাস করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সে সময় রাষ্ট্রপতি ছিলেন রামনাথ কোবিন্দ। তাঁকে সেই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। তাঁকে দিয়ে শিলান্যাসও করানো হয়নি। ২০২২ সালের ১১ জুলাই সংসদ ভবনে জাতীয় প্রতীক সিংহের মূর্তি স্থাপনার সময়েও রাষ্ট্রপতি কোবিন্দকে ডাকা হয়নি। দায়িত্বে ছিলেন নরেন্দ্র মোদী।

এবার নতুন ভবনের উদ্বোধনও করবেন নরেন্দ্র মোদী। লোকসভা সচিবালয় জানিয়েছে, ২৮ মে প্রধানমন্ত্রী মোদী নতুন সংসদ ভবনে উদ্বোধন করবেন। ওই দিন হিন্দুত্ববাদের প্রবক্তা বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিন।

বিরোধীদের আপত্তি হল, ২৮ মে বীর সাভারকারের জন্মদিন। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করতেই দিনটি বাছা হয়েছে। বিরোধীদের একাংশের দাবি, সাভারকার ব্রিটিশ সরকারের কাছে মুচলেকা দিয়ে আন্দামান জেল থেকে মুক্তি পেয়েছিলেন। তিনি স্বাধীনতা সংগ্রামকে দুর্বল করেছেন।

এর পাশাপাশি বিরোধীদের বক্তব্য, প্রতিবছর ভারতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয় রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে। রাষ্ট্রপতিই দেশের প্রথম নাগরিক। সব দলমতের ঊর্ধ্বে তিনি। তিনিই সাংবিধানিক শীর্ষব্যক্তি। উদ্বোধন তো তাঁরই করা উচিত? অথচ সংসদ ভবন উদ্বোধনে তিনিই ব্রাত্য!

তৃণমূল কংগ্রেস নেতা সুখেন্দু শেখর রায়ের প্রশ্ন ২৮ মে দিনটি নিয়ে। তিনি বলেন, ‘ভারতের সংবিধান দেশবাসীকে গণতন্ত্র উপহার দিয়েছে। এই বছরের ২৬ নভেম্বর সংবিধান ৭৫তম বর্ষে পদার্পণ করবে। নতুন সংসদ ভবন ওই দিন উদ্বোধন হতে পারত। কিন্তু হবে সাভারকরের জন্মদিনের দিন। কী এর প্রাসঙ্গিকতা?’

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘সাংবিধানিক ঔচিত্যবোধকে মোদি সরকার বারবার অশ্রদ্ধা করেছে। বিজেপি–আরএসএসের এই সরকার রাষ্ট্রপতির পদকে নিছক প্রতীকে পরিণত করেছে।’

রাষ্ট্রীয় জনতা দলের নেতা মনোজ ঝায়ের প্রশ্ন, উদ্বোধনের জন্য রাষ্ট্রপতিই কি যোগ্যতম নন? তিনিই তো সংসদের অভিভাবক?

নতুন সংসদ ভবনের শিলান্যাস অনুষ্ঠান বর্জন করেছিল অধিকাংশ বিরোধী দল। সে সময় কৃষক আন্দোলন ছিল চরমে। তাঁদের উপেক্ষা করে ধুমধামে শিলান্যাস পর্ব করার প্রতিবাদ জানিয়েছিল বিরোধীরা। এবার রাষ্ট্রপতিকে উপেক্ষা করায় উদ্বোধন অনুষ্ঠান বর্জনের চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

#bjp, #PM Modi, #President of India, #modi govt, #DroupadiMurmu, #New parliament

আরো দেখুন