ভারতে ডায়াবেটিসে আক্রান্তর সংখ্যা দ্রুত বাড়ছে, বলছে সমীক্ষা

জনসংখ্যা অনুপাতে ওই দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ডায়াবেটিকদের হার যথাক্রমে ২৬.৪, ২৬.৩ এবং ২৫.৫ শতাংশ।

June 11, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ছবি সৌজন্যে: WHO

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বর্তমান সময়ে ডায়াবেটিসের সমস্যা অনেক বেড়ে যাচ্ছে। ভারতেও ডায়াবেটিসের ঘটনা খুব দ্রুত বাড়ছে বলে মনে হচ্ছে। ১৪২ কোটির দেশে ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

ভারতে এখন ডায়াবেটিসে ভুগছেন ১০ কোটিরও বেশি মানুষ। বিশ্বখ্যাত মোডিক্যাল জার্নাল ল্যানসেট জানিয়েছে এই চাঞ্চল্যকর তথ্য। তাদের সামপ্রতিকতম সমীক্ষায় এই উদ্বেগজনক পরিসংখ্যান ধরা পরেছে।

সমীক্ষায় দেখা যাচ্ছে, তালিকায় শীর্ষে রয়েছে যথাক্রমে গোয়া, পুদুচেরি এবং কেরল। জনসংখ্যা অনুপাতে ওই দুই রাজ্য ও এক কেন্দ্রশাসিত অঞ্চলে ডায়াবেটিকদের হার যথাক্রমে ২৬.৪, ২৬.৩ এবং ২৫.৫ শতাংশ। পশ্চিমবঙ্গও খুব একটা পিছিয়ে নেই। বড় রাজ্যগুলির মধ্যে কেরল এবং তামিলনাড়ুর (১৪.৪) পরই তৃতীয় স্থানে রয়েছে বাংলা (১৩.৭)। এর আগে এক সর্বভারতীয় সমীক্ষায় বলা হয়েছিল, সুগারের রোগীর সংখ্যা ৭ কোটি ৭০ লক্ষ। নতুন রিপোর্ট সেই অঙ্ককে নস্যাৎ করেছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen