আন্তর্জাতিক বিভাগে ফিরে যান

মোদীর মার্কিন সফরে জনবিক্ষোভের ভয়ে কাঁটা বাইডেন প্রশাসন

June 21, 2023 | < 1 min read

মোদীর মার্কিন সফরে জনবিক্ষোভের ভয়ে কাঁটা বাইডেন প্রশাসন

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: তিনদিনের মার্কিন সফরে গিয়েছেন মোদী, কিন্তু মোদীর সফর ঘিরে বাইডেন প্রশাসনের মাথায় চিন্তার আকাশ ভেঙে পড়েছে। জনবিক্ষোভের আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছে বাইডেন প্রশাসন। মার্কিন নিরাপত্তা এজেন্সিগুলি ভয়ে কাঁটা। ইতিমধ্যে বাড়ছে ক্ষোভের আঁচ। ভারতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে মোদীর সফর চলাকালীন প্রতিবাদ-আন্দোলন কর্মসূচির ঘোষণা করেছে বেশ কিছু সংগঠন। বাড়তি সতর্ক মার্কিন গোয়েন্দারা, কারণ প্রতিবাদ কর্মসূচিতে যেকোনও সময় হিংসায় বদলে যেতে পারে বলে মত তাদের।

২২ জুন ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করবেনি মোদী। দ্য ইন্ডিয়ান আমেরিকার মুসলিম কাউন্সিল, পিস অ্যাকশন, ভেটেরানস ফর পিসসহ একাধিক নাগরিক সংগঠন ওইদিনই হোয়াইট হাউসের সামনে প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেছে। মোদীর সফরের বিরোধিতা করে হোয়াইট হাউসের সামনে প্ল্যাকার্ড হাতে নিজের একটি ছবি পোস্ট করেছেন মার্কিন ফ্রিল্যান্স সাংবাদিক ও মানবাধিকার কর্মী পিটার ফ্রেডরিক। প্ল্যাকার্ডের একটিতে মোদীকে হিটলার বলা হয়েছে। অন্যটিতে মোদীর ফ্যাসিবাদকে সমর্থন না করার জন্য বাইডেনের কাছে অনুরোধ জানিয়েছেন মার্কিন মানবাধিকার কর্মী।

TwitterFacebookWhatsAppEmailShare

#India, #Joe Biden, #USA, #PM Modi

আরো দেখুন