← দেশ বিভাগে ফিরে যান
চাপের মুখে নতিস্বীকার, মণিপুরে ১২ জন বিক্ষোভকারীকে ছাড়ল ভারতীয় সেনা
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মণিপুরের পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ। বারো জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেও ছেড়ে দিতে বাধ্য হল সেনা। গতকাল অর্থাৎ শনিবার সকালে, ইথাম গ্রামে বিক্ষোভকারীদের সঙ্গে সেনা জওয়ানদের সংঘর্ষ আরম্ভ হয়। তারপরই ১২ জন বিক্ষোভকারীকে বন্দি করে সেনা। মহিলাদের নেতৃত্বে ১২০০ থেকে ১৫০০ মানুষ সেনা জওয়ানদের ঘিরে ফেলে। বন্দিদের ছেড়ে দেওয়ার আবেদন জানানো হয়। প্রবল ভিড় এবং প্রাণহানির আশঙ্কায় বন্দিদের ছেড়ে দেয় সেনা, এমনই বিবৃতিতে জানিয়েছে সেনা।
জানা গিয়েছে, অভিযুক্তরা সকলেই মেইতেই জঙ্গিগোষ্ঠীর কাংলেই ইয়ায়ুল কান্না লুপ অর্থাৎ কেওয়াইকেএলের সদস্য। বন্দিদের মুক্ত দেওয়ার পরই এলাকা ছেড়েছে ভারতীয় সেনা।