স্বামীর নামে কেনা সম্পত্তিতে স্ত্রীর সমান অধিকার আছে, রায় হাইকোর্টের

বিচারপতি কৃষ্ণাণ রামাস্বামীর মতে, স্ত্রীর অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য কোনও আইন এখনও ভারতে নেই।

June 27, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
স্বামীর নামে কেনা সম্পত্তিতে স্ত্রীর সমান অধিকার: মাদ্রাজ হাইকোর্ট

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: স্বামীর নামে কেনা সম্পত্তিতে সমান অধিকার রয়েছে স্ত্রীরও, এক মামলার প্রেক্ষিতে ২১ জুন মাদ্রাজ হাইকোর্ট এই রায় দিয়েছে। আদালতের বক্তব্য, স্বামীর সম্পত্তিতে ন্যায্য অধিকার রয়েছে গৃহবধূর। স্বামীর নামে কেনা অর্ধেক সম্পত্তির মালিক তিনি। কারণ স্বামীর সম্পত্তি কেনায় স্ত্রীর অবদান যথেষ্ট। স্ত্রী সংসারের দায়িত্ব নেন, তিনি বাড়ির কাজ সামলান বলেই, স্বামী বাইরে গিয়ে রোজগার করতে পারেন।

বিচারপতি কৃষ্ণাণ রামাস্বামীর মতে, স্ত্রীর অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য কোনও আইন এখনও ভারতে নেই। কিন্তু সংসারে স্বামী-স্ত্রীর যৌথ অবদান রয়েছে। সংসারের কাজের জন্যে মহিলাদের কোনও ধরণের আর্থিক সুবিধা দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে সংসারের জন্য স্ত্রীদের চাকরিও ছাড়তে হয়। এর প্রেক্ষিতেই আদালতের মত অর্জিত সম্পদে স্বামী-স্ত্রীর উভয়ের সমান অধিকার। জনৈকা কমসালা আম্মালের আবেদন মঞ্জুর করেছে আদালত। উল্লেখ্য, ওই মহিলার স্বামীর মৃত্যুর পর, সন্তানরা তাঁকে বাবার (কমসালা আম্মালের স্বামীর) সম্পত্তি ভাগ দিতে অস্বীকার করে। ২০১৫ সালে নিম্ন আদালতে আবেদন করেছিলেন কমসালা আম্মাল। সেই আর্জি খারিজ হয়ে যাওয়ায় তিনি হাইকোর্টে গিয়েছিলেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen