ঘুরছে বাংলার অর্থনীতির চাকা, রাজ্যে GST আদায় বাড়ল ১৭ শতাংশ

চলতি অর্থবর্ষের প্রথম দুই মাসে অর্থাৎ এপ্রিল ও মে মাসে যথাক্রমে ১৪ শতাংশ এবং ৫ শতাংশ জিএসটি আদায় বেড়েছিল।

July 2, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
ঘুরছে বাংলার অর্থনীতির চাকা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: চলতি জুনে, বিগত বছরের জুনের তুলনায় বাংলার জিএসটি আদায় বাড়ল ১৭ শতাংশ। বিগত বছর অর্থাৎ, ২০২২ সালের জুনে ৪ হাজার ৩৩১ কোটি টাকার জিএসটি আদায় হয়েছিল। চলতি জুনে জিএসটি আদায়ের পরিমাণ বেড়ে ৫ হাজার ৫৩ কোটি টাকায় পৌঁছেছে। অর্থনীতিবিদদের মতে, এই পরিসংখ্যান বাংলার সুদৃঢ় অর্থনীতির সাক্ষ্য দিচ্ছে।

চলতি অর্থবর্ষের প্রথম দুই মাসে অর্থাৎ এপ্রিল ও মে মাসে যথাক্রমে ১৪ শতাংশ এবং ৫ শতাংশ জিএসটি আদায় বেড়েছিল। জুনের জিএসটি আদায় বৃদ্ধির হারের নিরিখে গুজরাতকেও পিছনে ফেলেছে বাংলা। বাংলায় চর্ম, সিমেন্ট, আবাসন ইত্যাদি শিল্প খুব ভাল ব্যবসা করছে। ক্ষুদ্রশিল্পের ক্ষেত্রেও গোটা দেশে প্রথম সারিতে উঠে এসেছে বাংলা। এসবের প্রতিফলন পড়েছে জিএসটি আদায়ের উপর।
স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়ার সিদ্ধান্ত বাংলার অর্থনীতিতে প্রভাব ফেলেছে। জিএসটি আদায় নিশ্চিত করতে একাধিক পদক্ষেপ করেছেন রাজ্য। জিএসটি ফাঁকি রুখতে একাধিক পদক্ষেপ করেছে রাজ্য।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen