চিকিৎসক রহস্যমৃত্যু: বিস্ফোরক কোন তথ্য মিলল মৃতা প্রজ্ঞার নীল ডায়েরিতে?

প্রজ্ঞাদীপা হালদারের রহস্যমৃত্যুর তদন্তে নেমে একটি নীল ডায়েরি উদ্ধার করে পুলিশ

July 8, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জাত তুলে প্রজ্ঞাকে গালিগালাজ করতেন অভিযুক্ত সেনা চিকিৎসক কৌশিক সর্বাধিকারী। এমনই বিস্ফোরক তথ্য মিলল মৃতা চিকিৎসকের ডায়েরিতে। প্রজ্ঞাদীপা হালদারের রহস্যমৃত্যুর তদন্তে নেমে একটি নীল ডায়েরি উদ্ধার করে পুলিশ। সেই ডায়েরিতেই জাত তুলে গালাগাল করার কথা লিখে গিয়েছেন চিকিৎসক প্রজ্ঞাদীপা হালদার।

উদ্ধার হওয়া ডায়েরির ২০ নম্বর পাতায় প্রজ্ঞাদীপা লিখেছিলেন, কৌশিক সর্বাধিকারী তাঁকে জাত তুলে গালাগাল দিয়েছে। বলেছে, প্রজ্ঞার দূষিত রক্ত। এর আগে এরকম কথা কেউ তাঁকে বলেনি, বলেও লেখেন প্রজ্ঞা। শুক্রবার মামলা চলাকালীন কেস ডায়েরিতে উদ্ধার হওয়া নীল ডায়েরির কথা উল্লেখ করে পুলিশ। পুলিশ হেফাজতের মেয়াদের শেষ হতেই, ধৃত কৌশিক সর্বাধিকারীকে শুক্রবার আদালতে পেশ করা হয়। অভিযুক্তর আইনজীবী সুদীপ মৈত্র জামিনের আবেদন করলেও বিচারক বিচারক তন্ময় রায় ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen