খেলা বিভাগে ফিরে যান

ভারতীয় দলের দরজা খুলে গেল রিঙ্কু সিংয়ের, স্থান পেলেন এশিয়ান গেমসের দলে

July 15, 2023 | < 1 min read

ভারতীয় দলের দরজা খুলে গেল রিঙ্কু সিংয়ের

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: অবশেষে ভারতীয় দলের দরজা খুলে গেল রিঙ্কু সিংয়ের। এশিয়ান গেমসের দলে স্থান পেলেন আলিগড়ের ক্রিকেটার।

এশিয়ান গেমসে খেলতে যাবে ভারতের পুরুষ ও মহিলা দল। শুক্রবার সেই দুই দল বেছে নিলেন ভারতীয় নির্বাচকেরা। ছেলেদের দলের অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। সেই দলে রয়েছেন রিঙ্কু সিংহ। বিশ্বকাপ থাকায় দ্বিতীয় সারির দল পাঠানো হচ্ছে। যদিও মেয়েদের পূর্ণ শক্তির দল যাবে এশিয়ান গেমস খেলতে। সেই দলে ডাক পেলেন বাংলার তিতাস সাধু।

রিঙ্কুকে কেন জাতীয় দলে নেওয়া হচ্ছে না, সেই নিয়ে নানা বিতর্ক উঠেছে। এমনকী নির্বাচকপ্রধান অজিত আগরকারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনাও হয়েছিল। কিন্তু এবার চিনে এশিয়ান গেমসের দলে কেকেআর তারকাকে রাখা হয়েছে।

ছেলেদের দলে ১৫ জনের দলে দুই ওপেনার যশস্বী এবং রুতুরাজ। এ ছাড়াও ব্যাটারদের মধ্যে রয়েছেন রাহুল ত্রিপাঠি, তিলক বর্মা, রিঙ্কু সিংহেরা। দুই উইকেটরক্ষক জিতেশ শর্মা এবং প্রভসিমরন সিংহ। স্পিন বিভাগ সামলাবেন ওয়াশিংটন সুন্দর, শাহবাজ় আহমেদ এবং রবি বিষ্ণোই। অলরাউন্ডার শিবম দুবেকে দলে নেওয়া হয়েছে। দলে রয়েছেন চার পেসার। বাংলার মুকেশ কুমার ছাড়াও রয়েছেন আবেশ খান, আরশদীপ সিংহ এবং শিবম মাভি।

TwitterFacebookWhatsAppEmailShare

#asian games 2023, #Team India, #Asian Games, #rinku singh

আরো দেখুন