ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসে কে, কী পুরস্কার পাচ্ছেন? জেনে নিন

১ আগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে সাজো সাজো রব লাল-হলুদ শিবিরে।

July 26, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ১ আগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে সাজো সাজো রব লাল-হলুদ শিবিরে। ক্লাব তাঁবুতে লাল-হলুদ পতাক উত্তোলনের পর, বিকেলে শহীদ ক্ষুদিরামে অনুষ্ঠান হয়। প্রতি বছর বেশ কয়েকজন বর্তমান এবং প্রাক্তন ফুটবলার, সাংবাদিকদের বিশেষ সম্মান দেয় লাল-হলুদ শিবির। বিগত বছর ভারত গৌরব পেয়েছিলেন ক্রিকেটের কিংবদন্তি ঝুলন গোস্বামী ও টেনিস কিংবদন্তি লিয়েন্ডার পেজ। এবারেও লাল-হলুদ শিবির কয়েকজন কৃতিকে বেছে নিয়েছেন।

এবারের প্রতিষ্ঠা দিবসে ইস্টবেঙ্গল ক্লাব তরফে কে, কী পুরস্কার পাচ্ছেন?
বর্ষসেরা খেলোয়াড়ের সম্মান পাচ্ছেন ক্লেটন সিলভা।
মাহেশ সিং পাচ্ছেন সেরা প্রতিশ্রুতিমান ফুটবলারের সম্মান।
লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন তরুণ বসু এবং অরুপ ভট্টাচার্য
তবে ভারত গৌরব কে বা কারা পাবেন, তা এখনও সিদ্ধান্ত হয়নি।

চলতি বছর ট্রফি খরা কাটাতে দল গড়েছে লাল-হলুদ। হরমনজ্যোৎ সিংহ খাবরা, এডউইন বংশপাল ও মান্দার রাও দেশাইসহ একাধিক ফুটবলারকে দলে নিয়েছে ইস্টবেঙ্গল। কোচ হিসাবে কার্লোস কুয়াদ্রাতকেও নিয়োগ করেছে ইস্টবেঙ্গল।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen