জীবিত হিথ স্ট্রিক, মৃত্যুর খবর গুজব, জানালেন হেনরি ওলোঙ্গা
হিথ স্ট্রিক যে বেঁচে আছেন, জানিয়ে দেন তাঁরই পিকটোন টিমমেট হেনরি ওলোঙ্গা।
August 23, 2023
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বুধবার সকালে মনখারাপের আবহে চলে যায় ক্রিকেট দুনিয়া। খবর ছড়ায় যে জিম্বাবোয়ের প্রাক্তন ক্রিকেটার হিথ স্ট্রিকের প্রয়াণ হয়েছে।

খবর প্রকাশ হয় অগণিত সংবাদমাধ্যমে। কিন্তু সেই খবর যে ঠিক নয়, হিথ স্ট্রিক যে বেঁচে আছেন, জানিয়ে দেন তাঁরই প্রাক্তন টিমমেট হেনরি ওলোঙ্গা।