চণ্ডীগড়ে মিটিং তলব সংযুক্ত কিষান মোর্চার, কী কর্মসূচি নেবেন অন্নদাতারা?

শ্রমিক-কৃষক যৌথ সমাবেশে গত বৃহস্পতিবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে মোদী বিরোধী একাধিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে

August 28, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: INDIA জোটের তৃতীয় বৈঠকের পর ২ সেপ্টেম্বর চণ্ডীগড়ে জরুরি মিটিং ডাকল সংযুক্ত কিষান মোর্চা। ভোটমুখী পাঁচ রাজ্যে বিজেপিকে একটিও ভোট নয়, এই লক্ষ্যেই সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করতে চলেছে কৃষক সংগঠনগুলি। সেই কারণেই, সর্বভারতীয় কৃষক সংগঠনগুলি নিজের মধ্যে ওই বৈঠক করবে। শ্রমিক-কৃষক যৌথ সমাবেশে গত বৃহস্পতিবার দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে মোদী বিরোধী একাধিক কর্মসূচি গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে।

লোকসভা ভোটের কথা মাথায় রেখেই, সিদ্ধান্ত নিয়েছে শ্রমিক এবং কৃষক সংগঠনগুলি। চলতি বছরই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, তেলেঙ্গানা এবং মিজোরামে বিধানসভা নির্বাচন রয়েছে। লোকসভার পাশাপাশি পাঁচ রাজ্যের জন্যও রণনীতি তৈরি করা প্রয়োজন বলে মনে করছেন মোর্চার নেতারা। পাঁচ রাজ্যে বিজেপিকে বেগ দিতে পারে মোর্চা। মোর্চার এক নেতার কথায়, তাঁরা নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের হয়ে প্রচারও করছেন না। তাঁদের দাবি, বিজেপি ও শরিক দলগুলিকে কেউ যেন একটি ভোটও না দেন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen