১০০০ কোটির দোরগোড়ায় Jawan, নিজের রেকর্ড ভাঙতে চলেছেন শাহরুখ

নিজের রেকর্ড নিজেই ভাঙতে চলেছে সুপারস্টার শাহরুখ খান।

September 21, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi
নিজের রেকর্ড ভাঙতে চলেছেন শাহরুখ

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মুক্তির ১৩তম দিনে শাহরুখ খানের Jawan ডোমেস্টিক বক্স অফিসে ৫০০ কোটির উপর আয় করেছে। শাহরুখ খানের পাঠান নিয়েছিল ঠিক ১৮ দিন ৫০০ কোটি আয় পৌঁছনোর জন্য। জওয়ান এখন ভারতে ৫৩১ কোটি টাকা আয় করেছে।

Jawan এখন থেকেই পাঠানকে চ্যালেঞ্জ জানাচ্ছে। নিজের রেকর্ড নিজেই ভাঙতে চলেছে সুপারস্টার শাহরুখ খান। বিশ্বব্যাপী পাঠান ১০৫০ কোটি টাকা আয় করেছে, যেখানে Jawan ইতিমধ্যেই ৯০৭.৫৪ কোটি টাকা আয় করে ফেলেছে।

ইতিমধ্যেই অ্যাসিড আক্রান্তদের ও তাদের সন্তানদের জন্য Jawan-র দেখার ব্যবস্থা করেছিল রেড চিলিজ এন্টারটেনমেন্ট।

Jawan-র ক্রেজ এতই যে টলিউডের সেলিব্রিটিরাও বেহালার অজন্তা সিনেমা হলে স্পেশাল স্ক্রিনিং রেখেছিল কয়েকদিন আগেই। উপস্থিত ছিলেন অভিনেতা মৈনাক ব্যানার্জি, ফাহিম মির্জা,দ্রোণ মুখার্জি, অভিনেত্রী মানালি দে, শ্রীতমা ভট্টাচার্য্য, স্নেহা চ্যাটার্জি, অনিন্দিতা রায় চৌধুরী ও প্রমুখ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen