প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী
প্রয়াত হলেন বর্ষীয়ান সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। হঠাৎই ফুসফুসে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন এই প্রবীণ বাম নেতা৷ তাঁর অসুস্থতার কথা এর আগে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন কন্যা, উষসী চক্রবর্তী।
জানা গেছে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে উল্টোডাঙার একটি নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন শ্যামল চক্রবর্তী। বুধবার দুপুরে সেখানে তাঁকে ভর্তি করানো হয়। তাঁর নিউমোনিয়া ধরা পড়েছিল। গত কয়েক দিন ধরেই জ্বর আসছিল শ্যামল বাবুর, প্রস্রাব অনিয়মিত হচ্ছিল।
সিওপিডি থাকার কারণে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আগেও ওই নার্সিংহোমে চিকিৎসাধীন থেকেছেন তিনি। ফুসফুসের অবস্থাও বেশ খারাপ ছিল বলেই জানিয়েছেন চিকিৎসকরা।
সিপিএম-এর এই প্রথম সারির নেতা বহুদিন সিপিএমের ট্রেডারস ইউনিয়ান, সিআইটিইউ- র সাধারণ সম্পাদক ছিলেন। ছিলেন রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্যও। তাঁর এই আকস্মিক প্রয়াণে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী গোটা রাজনৈতিক মহল।