দেশে বৃদ্ধি পাচ্ছে প্রবীণ নাগরিকদের আয়ু? কী বলছে রিপোর্ট?

সবচেয়ে বেশি সিনিয়র সিটিজেনদের বাস হবে কেরলে, রাজ্যের জনসংখ্যার ২২.৮ শতাংশ। সবচেয়ে কম বিহারে, মাত্র ১১ শতাংশ।

October 2, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বাংলার ‘সিনিয়র সিটিজেন’দের আয়ু বাড়ছে। ‘কেয়ারিং ফর আওয়ার এল্ডারস ইনস্টিটিউশনাল রেসপন্সেস ইন্ডিয়া এজিং রিপোর্ট ২০২৩’ শীর্ষক এক পুস্তক প্রকাশ করে সরকার জানিয়েছে, গোটা দেশে বয়ষ্ক নাগরিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ২০২১ সালে জনসংখ্যার ১০.১ শতাংশ ছিল বয়ষ্ক নাগরিক। ২০৩৬ সালে তা বেড়ে ১৫ শতাংশে পৌঁছবে। বাংলায় এই হার ১১.৩ থেকে বেড়ে ১৮.২ শতাংশ হতে পারে। বৃদ্ধির হারের নিরিখে, যা গোটা দেশের মধ্যে ষষ্ঠ। সবচেয়ে বেশি সিনিয়র সিটিজেনদের বাস হবে কেরলে, রাজ্যের জনসংখ্যার ২২.৮ শতাংশ। সবচেয়ে কম বিহারে, মাত্র ১১ শতাংশ।

ইউনাইটেড নেশন পপুলেশন ফান্ড আর ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেসের উদ্যোগে তৈরি রিপোর্টে বলা হয়েছে, আয়ু বৃদ্ধির নিরিখে জাতীয় গড়ের চেয়েও এগিয়ে বাংলা। ষাট বছর বয়সের পরও জীবিত থাকার ক্ষেত্রে জাতীয় গড় যেখানে মেয়েদের ১৯, ছেলেদের সাড়ে ১৭, বাংলায় তা ২০.৪ এবং ১৮.৭ বছর।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen