জানেন, এই পাঁচ বলিউড তারকারা আজও ব্যবহার করেন না সোশ্যাল মিডিয়া!

বলিউডের বহু তারকা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন।

October 6, 2023 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
জয়া বচ্চন, রণবীর কাপুর, রেখা

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: বলিউডের বহু তারকা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় থাকেন। সোশ্যাল মিডিয়া থেকে প্রায় সব তারকাই নিজেদের সিনেমার প্রচার করে থাকে। কিন্তু এমনও অনেক তারকা আছেন যারা খুবই বিখ্যাত অথচ সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্টই নেই।

আসুন দেখে নেওয়া যাক কোন কোন তারকার সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন।

১) রণবীর কাপুর:

রণবীর কাপুর

এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় রণবীর কাপুরকে দেখা যায়নি। অথচ তাঁর নামে কিছু ফেক অ্যাকাউন্ট রয়েছে।

২) রেখা:

রেখা

ভারতীয় সিনেমার আরেকজন স্বনামধন্য ও সুন্দরী অভিনেত্রী রেখাও ব্যবহার করেন না সোশ্যাল মিডিয়া।

৩) জয়া বচ্চন:

জয়া বচ্চন

স্বনামধন্য অভিনেত্রী, অমিতাভ বচ্চন জায়া ও বর্তমান রাজনীতিবিদ জয়া বচ্চন এখনও পর্যন্ত নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখেছেন।

৪) সইফ আলি খান:

সইফ আলি খান

অভিনেতা সইফ আলি খানের সোশ্যাল মিডিয়া খুব একটা পছন্দ না তাই তিনি দূরে থাকেন সোশ্যাল মিডিয়া থেকে।

৫) রত্না পাঠক:

রত্না পাঠক

তিনি অভিনেতা নাসিরউদ্দিন শাহের স্ত্রী ও তিনি নিজেও একজন অভিনেত্রী। রত্না পাঠক নিজেকে দূরে সরিয়ে রেখেছেন সোশ্যাল মিডিয়া থেকে ।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen