রাজ্য বিভাগে ফিরে যান

আম বাঙালিকে রেহাই দিতে হাজির সুফল বাংলা, জানেন কত টাকায় মিলছে পেঁয়াজ?

November 6, 2023 | < 1 min read

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ফের বাড়ছে পেঁয়াজের দাম, ইতিমধ্যেই বাজারে আশি ছাড়িয়েছে কেজি প্রতি দর। আম বাঙালিকে স্বস্তি দিতে হাজির সুফল বাংলা। সেখানে সুলভমূল্যে মিলছে পেঁয়াজ। প্রথম দিনেই দেদার বিক্রি হল পেঁয়াজ। শনিবার থেকে বাংলাজুড়ে ৪৭৮টি সুফল বাংলা স্টল থেকে ৫৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।

পেঁয়াজের দামের উপর ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। কৃষি বিপণন দপ্তরের অধীনস্থ সুফল বাংলার বিভিন্ন কাউন্টার থেকে প্রথমদিনে ১২ হাজার কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে। চাহিদা অনুযায়ী পেঁয়াজের জোগান কম থাকায়, পুজোর পর থেকেই খোলা বাজারে পেঁয়াজের দর চড়তে আরম্ভ করে। সাধারণ মানুষের কাছে সুলভমূল্যে পেঁয়াজ পৌঁছে দিতে, সুফল বাংলা স্টল থেকে ক্রেতা পিছু এক কেজি করে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে।

এদিন কলকাতায় খুচরো বাজারগুলিতে ৭০ থেকে ৭৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি হয়েছে। সুফল বাংলায় কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা কমে পেঁয়াজ মেলায় ক্রেতারা খুশি। সুলফ বাংলার প্রকল্প অধিকর্তা গৌতম মুখোপাধ্যায়ের কথায়, সরকারের নির্দেশে মেনে তারা ৫৫ টাকায় পেঁয়াজ দিচ্ছেন। ১২ হাজার কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে তাদের কাউন্টারগুলি থেকে। ক্রেতাদের চাহিদা আরও বাড়লে, জোগান দিতে সবরকমভাবে তৈরি রয়েছেন তারা, এমনটাই জানাচ্ছেন তিনি। সর্বভারতীয় ক্ষেত্রে পেঁয়াজের দাম উর্দ্বমুখী। কিন্তু রাজ্যের ভর্তুকি যুক্ত পেঁয়াজ বিক্রির উদ্যোগের জেরে বাংলায় পেঁয়াজের দামে স্থিতাবস্থা আসবে, বলেই আশাবাদী কৃষি বিপণন কর্তা। পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে সরকারের হস্তক্ষেপের ইতিবাচক প্রভাব পড়বে বলেই মনে করেন তিনি।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #onion, #Sufal Bangla Stall

আরো দেখুন