প্রয়াত হলেন বর্ষীয়ান সিপিআইএম নেতা তথা প্রাক্তন সাংসদ বাসুদেব আচারিয়া
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন সাংসদ।
November 13, 2023
|
< 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার দুপুরে প্রয়াত হলেন প্রবীণসিপিআইএম নেতা তথা বাঁকুড়ার নয়’বারের সাংসদ বাসুদেব আচারিয়া। তেলঙ্গানার এক বেসরকারি হাসপাতালে তাঁর জীবনাবসান ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন প্রাক্তন সাংসদ।
দীর্ঘ দিন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটি ও রাজ্য কমিটির সদস্য ছিলেন বাসুদেব। ১৯৪২-র ১১ জুলাই পুরুলিয়ায় জন্ম হয়েছিল বাসুদেবের। ছাত্র বয়সেই তিনি বাম আন্দোলনে যুক্ত হয়েছিলেন। ১৯৮০ সালে বাঁকুড়া কেন্দ্র থেকে প্রথম সাংসদ নির্বাচিত হন বাসুদেব। তারপর ২০১৪ পর্যন্ত সেখানকার সাংসদ ছিলেন তিনি।