অক্টোবরে রেকর্ড বাণিজ্য ঘাটতি দেশে! কী বলছে খোদ মোদী সরকারের পরিসংখ্যান?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোটা দেশজুড়ে অক্টোবর মাসে রেকর্ড বাণিজ্য ঘাটতি। রপ্তানি বাড়লেও, আমদানির নিরিখে তা অনেকটাই কম। উল্লেখ্য, আমদানি ও রপ্তানির পার্থক্যই হল বাণিজ্য ঘাটতি। বুধবার খোদ মোদী সরকারের প্রকাশিত পরিসংখ্যান থেকে প্রকাশ্যে এসেছে এই তথ্য। কেন্দ্রের তথ্য বলছে, গত বছর অক্টোবর মাসের তুলনায় রপ্তানির পরিমাণ ৬.২১ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৫৭ কোটি ডলার হয়েছে। আমদানির পরিমাণ ১২.৩ শতাংশ বেড়ে হয়েছে ৬ হাজার ৫০৩ কোটি ডলার। বাণিজ্য ঘাটতির পরিমাণ ৩ হাজার ১৪৬ কোটি ডলার, যা ইতিমধ্যেই রেকর্ড গড়েছে। ২০২২ সালের অক্টোবরে ভারতের বাণিজ্য ঘাটতির পরিমাণ ছিল ২ হাজার ৬৩১ কোটি ডলার।
মোদী সরকারের তথ্য বলছে, অক্টোবরে সোনা আমদানির পরিমাণ ৯৫.৫ শতাংশ বেড়েছে। তেল আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৭৬৬ কোটি ডলারে, বৃদ্ধি প্রায় আট শতাংশ। বাণিজ্য মন্ত্রকের অতিরিক্ত সচিব এল সত্যশ্রীনিবাস জানান, আমদানির পরিমাণ বেশি হওয়ার জেরেই বাণিজ্য ঘাটতি হয়েছে। আমদানি ও রপ্তানির মধ্যে ফারাক যে গগনচুম্বী, তা প্রমাণ করেছে খোদ মোদী সরকারের তথ্য-পরিসংখ্যান।