বিশ্বকাপ ফাইনালের আগে সারার পোস্টে প্রেমে সিলমোহর! জল্পনা কী সত্যি..

ফাইনালের আগে ফের বিশ্বকাপের উত্তেজনাকেও ছাপিয়ে গিয়েছে সারা-শুভমানের প্রেম!

November 17, 2023 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: প্রেমের খেলা কে বুঝিতে পারে!’ গ্ল্যামার দুনিয়ায় বর্তমানে কান পাতলেই শচীনকন্যা সারার সঙ্গে শুভমন গিলের প্রেমের গুঞ্জন শোনা যায়। সম্প্রতি ইন্ডিয়া-শ্রীলঙ্কা ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন সারা তেণ্ডুলকর। সেখানেই গিলের সেঞ্চুরি হাতছাড়া হওয়ার পর গ্যালারিতে বসে থাকা সারার অভিব্যক্তি নজর কাড়ে। শুধু তাই নয়, সেই ম্যাচেই অনুরাগীদের উচ্ছাসে ভেসে আসে ‘হামারি ভাবী ক্যায়সি হো, সারা ভাবী জ্যাইসি…’। আর ফাইনালের আগে ফের বিশ্বকাপের উত্তেজনাকেও ছাপিয়ে গিয়েছে সারা-শুভমানের প্রেম!

চর্চার কেন্দ্রে ভারতীয় ক্রিকেট দলের উদীয়মান তারকা শুভমন গিল শচীনকন্যা সারা থাকলেও এত দিন সবটাই চলছিল আড়ালে-আবডালে। তবে আর কোনও লুকোচুরি হয়তো চাইছেন না সারা। বিশ্বকাপ ফাইনালের আগে তাই প্রকাশ্যেই ঘোষণা করে দিলেন, ‘ও শুধু আমার।’ তবে পছন্দের পাত্রটি কে? তাঁর নাম অবশ্য প্রকাশ্যে আনেন নি। জল্পনা বাড়িয়ে শুধু সোশ্যাল মিডিয়ার এক্স হ্যান্ডেলে নিজের ছবি দিয়ে প্রণয়ে সিলমোহর দিয়ে দিলেন সারা।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen