শিক্ষা নিয়ে কেন্দ্রের সমীক্ষা এড়িয়ে গেল পাঁচ বিরোধী রাজ্য

বিজু জনতা দলের (বিজেডি) শাসনে চলা ওড়িশাও এই সমীক্ষায় অংশ নেয়নি।

November 23, 2023 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
শিক্ষা নিয়ে কেন্দ্রের সমীক্ষা এড়িয়ে গেল পাঁচ বিরোধী রাজ্য

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: জাতীয় শিক্ষা নীতি পুরোদমে চালু করার লক্ষ্যে দেশের ৫ হাজার ৯১৭টি ব্লকের ৮০ লক্ষ ছাত্র-ছাত্রীদের পাশাপাশি ছ’লক্ষ শিক্ষক-শিক্ষিকার মধ্যে চালাল কেন্দ্রের শিক্ষামন্ত্রক। কিন্তু দেশের বিরোধীদের জোটবদ্ধ চিত্রে অস্বস্তিতে শিক্ষামন্ত্রক। শিক্ষা নিয়ে কেন্দ্রের এই সমীক্ষায় অংশ নিল না অবিজেপি পাঁচ রাজ্য পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, রাজস্থান, ছত্তিশগড় এবং দিল্লি।

অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশনের অধীন এই সংস্থা পারফরমেন্স অ্যাসেসমেন্ট, রিভিউ অ্যান্ড অ্যানালেসিস অব নলেজ ফর হোলিয়েস্টিক ডেভেলপমেন্ট (এককথায় পরখ) এই সমীক্ষা চালিয়েছে। বিজু জনতা দলের (বিজেডি) শাসনে চলা ওড়িশাও এই সমীক্ষায় অংশ নেয়নি। অথচ রাজনৈতিকভাবে বিজেডি বিজেপির বন্ধু বলেই পরিচিত।

পরখের এই সমীক্ষার (স্টেট এডুকেশনাল অ্যাচিভমেন্ট সার্ভে) ফলে গ্রাম বা আধা শহরে কীভাবে শিক্ষক-শিক্ষিকাদের আরও বেশি পেশাদার করে তোলা যায়, তার পথ খুঁজে পাওয়া যাবে বলেই মনে করছে মন্ত্রক। তাই এই সমীক্ষায় কোনও রাজ্য অংশ না নিলে তা সার্বিক সিদ্ধান্তে পৌঁছনোর ক্ষেত্রে অসুবিধা হবে বলেই শিক্ষামন্ত্রকের মত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen