দেশ বিভাগে ফিরে যান

নরেন্দ্র মোদীর দু’হাজারি নোটের ‘প্রজেক্টে’র জন্য কত খরচ হয়েছে জানেন?

December 5, 2023 | 2 min read

নরেন্দ্র মোদীর দু’হাজারি নোটের ‘প্রজেক্টে’র জন্য কত খরচ হয়েছে জানেন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ২০১৬ সালের ৮ নভেম্বর নোটবন্দির ঘোষণা করে ভারত সরকার। বাতিল হয়ে যায় ৫০০ এবং ১০০০ টাকার নোট। এর পরেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ২০০০ টাকার নোট চালু করেছিল। নোট বাতিলের সাড়ে ছয় বছর পরে ২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সরকার। রিজার্ভ ব্যাঙ্ক সকলকে চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে তাদের অ্যাকাউন্টে ২০০০ টাকার নোট জমা দিতে অথবা কোনও ব্যাঙ্কের শাখায় অন্য মূল্যের নোটের সঙ্গে এই নোটগুলি বিনিময়ও করতে বলেছিল।

নরেন্দ্র মোদীর এই দু’হাজারি নোটের ‘প্রজেক্টে’র জন্য কত খরচ হল? য় ১৮ হাজার কোটি। সঠিক হিসেবে ১৭ হাজার ৭২০ কোটি টাকা। এই হিসেবটা খোদ মোদি সরকারের। সংসদে শীতকালীন অধিবেশনের প্রথম দিন এই তথ্য জানিয়েছে তারাই। সবচেয়ে বড় কথা, এই খরচের সবটাই দেশবাসীর করের টাকা। ফলে প্রশ্ন উঠতে বাধ্য। এবং উঠছেও। বিরোধীদের সাফ প্রশ্ন, যদি নোট বাজারে রাখতেই না হয়, তাহলে এই তুঘলকি সিদ্ধান্তের মানে কী? প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, জাল নোটে বাজার ছেয়ে গিয়েছে বলেই আচমকা নোট বাতিলের পদক্ষেপ। আর তারপরই দু’হাজার টাকা চালুর সিদ্ধান্ত। কিন্তু কালো টাকার সন্ধান মিলেছে কি? নাকি নোট জাল হওয়া বন্ধ হয়েছে?

প্রশ্নটা ছিল তৃণমূলের সাংসদ দীপক অধিকারীর (দেব)। উত্তরে অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী লিখিতভাবে জানিয়েছেন, ‘শুধু দু’হাজার টাকার নোট ছাপতেই খরচ হয়েছে ১৭ হাজার ৬৮৮ কোটি টাকা। এছাড়া ব্যাঙ্ক অব বরোদা, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার মতো ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএমে দু’হাজার টাকার নোট সাজাতে (রিক্যালিব্রেট) খরচ হয়েছে ৩২ কোটি ২০ লক্ষ টাকা। ২০২৩ সালের ১৯ মে সিদ্ধান্ত হয় দু’হাজারের নোট বাজার থেকে তোলার। এ পর্যন্ত ৮৯ শতাংশ নোটই ব্যাঙ্কে ফিরে এসেছে। তবে বাজারে এখনও রয়েছে ৯ হাজার ৭৬০ কোটি টাকার দু’হাজারি নোট।’

তৃণমূলেরই আর এক সাংসদ মালা রায় প্রশ্ন করেছিলেন, ‘দেশের রিয়েল এস্টেটে কত কালো টাকা ঘুরছে? সরকার তার জন্য কী ব্যবস্থা নিয়েছে?’ জবাবে কী বলেছেন অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী? পঙ্কজ চৌধুরী গোড়াতেই জানিয়ে দিয়েছেন, ‘রিয়েল এস্টেট কেন, গোটা দেশে কত পরিমাণ কালো টাকা ঘুরছে, তার কোনও হিসেব সরকারের কাছে নেই।’

TwitterFacebookWhatsAppEmailShare

#Expenditure, #2000 notes project, #modi govt, #cost

আরো দেখুন