শিবরাজ জমানার ইতি, মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: মধ্যপ্রদেশে বিধানসভা ভোটে বিজেপির বিপুল জয়ের পরেই জল্পনা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেই জল্পনাই সত্যি হল- চারবারের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে সরিয়ে দিয়ে সেই পদে মোহন যাদবকে আনল বিজেপি।
সোমবার রাজধানী ভোপালে রাজ্য বিজেপির দপ্তরে দলের বিধায়কদের নিয়ে বৈঠকে তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক— হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্যসভা সাংসদ কে লক্ষ্মণ এবং ঝাড়খণ্ডের রাঁচীর মেয়র তথা দলের জাতীয় কর্মসমিতির সদস্য আশা লারকা নতুন মুখ্যমন্ত্রী হিসাবে মোহন যাদবের নাম ঘোষণা করেন।
শিবরাজের মন্ত্রিসভার উচ্চশিক্ষা মন্ত্রী ছিলেন ওবিসি সম্প্রদায়ের মোহন যাদব। শিবরাজও ওবিসি সম্প্রদায়ের। তাঁকে সরিয়ে নতুন মুখ আনা হল। যদিও শিবরাজের বিকল্প হিসাবে যাঁদের নাম বিবেচনায় ছিল, সেই নরেন্দ্র সিং তোমর, কৈলাশ বিজয়বর্গীয়র ভাগ্যে শিঁকে ছেড়েনি।
মোহনের মন্ত্রিসভায় দু’জন উপমুখ্যমন্ত্রী থাকবেন বলেও বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকেরা জানিয়েছেন। তাঁদের মধ্যে এক জন বিদায়ী অর্থমন্ত্রী জগদীশ দেবড়া। দ্বিতীয় জন দলেন ব্রাহ্মণ নেতা তথা বিদায়ী শিবরাজ মন্ত্রিসভার জনসংযোগ মন্ত্রী রাজেন্দ্র শুক্ল। নরেন্দ্র সিং তোমরকে নতুন বিধানসভার স্পিকারের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মধ্যপ্রদেশের মতো বড় রাজ্যে আলোচনায় না থাকা মোহন যাদবকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বড় চমক সন্দেহ নেই। যদিও এমন সিদ্ধান্ত নতুন নয়। নরেন্দ্র মোদীর জমানায় এভাবেই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছিলেন দেবেন্দ্র ফড়ণবিসরা। আবার মোদীর পছন্দের মানুষ না হলেও আরএসএসের ইচ্ছায় গেরুয়া বসনধারী মহন্ত যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রী করা হয় উত্তরপ্রদেশের মতো হিন্দি বলয়ের সবচেয়ে বড় রাজ্যটিতে। যাঁর একদিনের জন্য প্রশাসনিক অভিজ্ঞতা ছিল না।