সাঙ্গ গুপী গাইনের গান, প্রয়াত অনুপ ঘোষাল
এছাড়াও ২০১১ সালে তিনি তৃণমূল কংগ্রেসে পক্ষ থেকে বিধানসভা ভোটে জিতে বিধায়ক হন।
December 15, 2023
|
< 1 min read
Authored By:

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বিশিষ্ট সংগীতশিল্পী ও সুরকার অনুপ ঘোষাল প্রয়াত। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৮।
সত্যজিৎ রায়ের ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো ছবিতে গুপির গান ছিল তাঁরই গলায়।এই ছবিগুলিতে গাওয়া তাঁর গানগুলি আজও মানুষের মুখে মুখে ফেরে। এছাড়াও নজরুলগীতি শিল্পী হিসেবেও ডাকাবুকো ছিলেন অনুপ ঘোষাল।
তপন সিনহা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তিনি প্রথমবার সঙ্গীত পরিচালক হিসাবে কাজ করেন। ১৯৮০ সালে সেরা গায়ক হিসাবে জাতীয় পুরস্কারও জেতেন তিনি।
এছাড়াও ২০১১ সালে তিনি তৃণমূল কংগ্রেসে পক্ষ থেকে বিধানসভা ভোটে জিতে বিধায়ক হন।