রাজ্য বিভাগে ফিরে যান

আগামী বছর বেরোনোর প্ল্যান করছেন? জেনে নিন কবে কবে ছুটির দিনগুলো

December 27, 2023 | 2 min read

জেনে নিন কবে কবে ছুটির দিনগুলো

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আর কদিন পরেই ২০২৪ এসে গেল, নতুন বছরে সরকারি ছুটির দিন কোনগুলি হতে পারে, জেনে নিন। সেই হিসেবে প্ল্যান করে নিন ঘুরতে যাবার দিনগুলি।

যদিও পশ্চিমবঙ্গ সরকার এখনও ২০২৪ সালের ছুটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, এখানে একটি অস্থায়ী তালিকা রইল।

কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের জন্য ১৭টি গেজেটেড এবং ৩১টি সীমাবদ্ধ ছুটির তালিকাও প্রকাশ করেছে।

এছাড়াও, নতুন বছরে ১ জানুয়ারি সহ মোট তিন দিন এনআই (নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট) আইনে ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্য অর্থদপ্তর মঙ্গলবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে। এ ছাড়া আরও যে দু’টি দিন এনআই আইনে ছুটি দেওয়া হয়েছে। সেগুলি হল, জন্মাষ্টমী (২৬ আগস্ট) ও ছট (৭ নভেম্বর)।

সাধারণত, এনআই আইনে ছুটি দেওয়া হলে তা রাজ্য সরকারের অফিস, সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ব্যাঙ্ক, বিমা প্রভৃতি ক্ষেত্রে কার্যকর হয়। এর আগে নভেম্বরে রাজ্য অর্থদপ্তর ২০২৪ সালের সরকারি ছুটির যে বিজ্ঞপ্তি জারি করেছিল তাতে এই তিনটি দিন প্রশাসনিক নির্দেশে ছুটি দেওয়া হয়েছিল। প্রশাসনিক নির্দেশের ছুটি শুধু রাজ্য সরকারের অফিস প্রভৃতিতে কার্যকর হয়। ২০২৪ সালে এনআই আইনে রাজ্য সরকারের দেওয়া ছুটির সংখ্যা ২২ থেকে বেড়ে ২৫টি হল। প্রশাসনিক নির্দেশে ছুটি সারা বছরে আগে ২১টি ছিল। সেটা কমে ১৮টি হচ্ছে। 

এখানে ২০২৪ সালের ক্যালেন্ডারে সরকারি ছুটির সম্ভাব্য তালিকা রইল।

  • স্বামী বিবেকানন্দ জয়ন্তী ১২ জানুয়ারি শুক্রবার
  • নেতাজি সুভাষ চন্দ্র বসু জয়ন্তী ২৩ জানুয়ারি মঙ্গলবার
  • প্রজাতন্ত্র দিবস (গেজেটেড) ২৬ জানুয়ারি শুক্রবার
  • বসন্ত পঞ্চমী ১৪ ফেব্রুয়ারি বুধবার
  • দোলযাত্রা ২৫ মার্চ সোমবার
  • শুভ শুক্রবার ২৯ মার্চ শুক্রবার
  • ঈদুল ফিতর ১০ এপ্রিল বুধবার
  • বাংলা নববর্ষ ১৪ এপ্রিল রবিবার
  • ডাঃ আম্বেদকর জয়ন্তী ১৪ এপ্রিল রবিবার
  • মে দিবস ০১ মে বুধবার
  • গুরু রবীন্দ্রনাথ জয়ন্তী ০৮ মে বুধবার
  • বুদ্ধ পূর্ণিমা ২৩ মে বৃহস্পতিবার
  • বকরিদ / ঈদুল আজহা ১৭ জুন সোমবার
  • স্বাধীনতা দিবস ১৫ আগস্ট বৃহস্পতিবার
  • মহালয়া অমাবস্যায় ২ অক্টোবর বুধবার
  • গান্ধী জয়ন্তী ০২ অক্টোবর বুধবার
  • মহা সপ্তমী ১০ অক্টোবর বৃহস্পতিবার
  • মহাঅষ্টমী ১১ অক্টোবর শুক্রবার
  • দুর্গাপূজা/মহা নবমী ১২অক্টোবর শনিবার
  • দুর্গাপূজা/ বিজয়া দশমী ১৩ অক্টোবর রবিবার
  • লক্ষ্মী পূজা ১৭ অক্টোবর বৃহস্পতিবার
  • দীপাবলি নভেম্বর ০১ শুক্রবার
  • গুরু নানক জয়ন্তী ১৫ নভেম্বর শুক্রবার
  • বড়দিন ২৫ ডিসেম্বর বুধবার
TwitterFacebookWhatsAppEmailShare

#Government holidays, #Holidays, #Calender, #2024, #List of Holidays

আরো দেখুন