দ্য হোয়াইট লোটাস-র তৃতীয় সিজনে দীপিকা! জোর গুঞ্জন

January 21, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আবারও হলিউডে দেখা যাবে দীপিকাকে? এমনই গুঞ্জন চলছে। ‘পাঠান’, ‘ফাইটার’-র পর এবার হলিউডে পাড়ি দিতে চলেছেন দীপিকা পাড়ুকোণ। ২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ট্রিপল X: রিটার্ন অফ এক্সজেন্ডার কেজ’ ছবিতে দীপিকাকে দেখা গিয়েছিল সেরেনার চরিত্রে। এখন রটনা, এইচবিও-র হলিউড ওয়েব সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-র তৃতীয় মরশুমে দেখা যেতে পারে দীপিকাকে।

২০২১ সালে সিরিজটির প্রথম সিজন মুক্তি পেয়েছিল। ২০২২ সালে দ্বিতীয় সিজন মুক্তি পায়। এবার আসছে সিরিজের তৃতীয় সিজন। একটি হোটেলকে কেন্দ্র করেই সিরিজ। হোটেল নিয়েই যাবতীয় ঘটনা ঘটতে থাকে। শোনা যাচ্ছে, দীপিকাকে দেখা যেতে পারে তিন নম্বর সিজনে। ওয়েব সিরিজটি বেশ জনপ্রিয়। এমি ও গোল্ডেন গ্লোবের মতো পুরস্কারও পেয়েছে দ্য হোয়াইট লোটাস।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen