বইমেলার বই কিনতে হাজির আমূল গার্ল?

ফি-বছর বইমেলা নিয়ে বিজ্ঞাপনী প্রচার চালায় আমূল, এবারেও অন্যথা হয়নি।

January 22, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কলকাতাজুড়ে এখন বইয়ের মরশুম, শুরু হয়ে গিয়েছে ৪৭তম কলকাতা বইমেলা। বইমেলায় দেখা গেল আমূল গার্লকে।

ফি-বছর বইমেলা নিয়ে বিজ্ঞাপনী প্রচার চালায় আমূল, এবারেও অন্যথা হয়নি।

আমূল গার্লকে বইমেলায় হাজির করা হল। বই শব্দটিকে তিনটি বিজ্ঞাপনে চমৎকারভাবে ব্যবহার করা হয়েছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen