আজ কোচেদের কৌশলী চালের উপর নির্ভর করবে ডার্বির ফলাফল: প্রসূন ব্যানার্জী
গোটা পৃথিবী জুড়ে ইস্টবেঙ্গল, মোহনবাগানের সমর্থক রয়েছে।
February 3, 2024
|
< 1 min read
Authored By:
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক, কোচ, বহু ডার্বি খেলার অভিজ্ঞতা যাঁর রয়েছে সেই প্রসূন ব্যানার্জি আজকের হাইভোল্টেজ ডার্বির আগে কথা বলেছিলেন দৃষ্টিভঙ্গির সঙ্গে। তিনি বলেন, ‘দীর্ঘ অভিজ্ঞতা থেকে বলতে পারি ডার্বি নিয়ে আগাম কিছু বলা খুবই কঠিন। গোটা পৃথিবী জুড়ে ইস্টবেঙ্গল, মোহনবাগানের সমর্থক রয়েছে। আজ দু’দলেরই কোচেদের মাথা ঠান্ডা রেখে খেলাতে হবে। কারণ, খেলাটা কোচেদের খেলা।’ তিনি আরও কি বললেন? শুনে নিন তাঁর পুরো সাক্ষাৎকারটি।