বিনোদন বিভাগে ফিরে যান

Baby John: প্রকাশ্যে এল বরুণ ধাওয়ানের নতুন সিনেমার টিজার

February 8, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: শোনা যাচ্ছিল শাহরুখ খানের পর বলিউডের আরেক নায়ক বরুণ ধাওয়ানের সাথে সিনেমা করবেন Bigil, Marshal, Theri, Jawan খ্যাত পরিচালক Atlee Kumar।

বরুণ ধাওয়ানের বড় পর্দায় ফেরার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর ফ্যানরা। অবশেষে ‘বেবি জন’ এর টিজার প্রকাশ্যে এল।

এক মিনিটেরও টিজারে বরুণ ধাওয়ান কে অস্ত্র এবং আগুনে ঘেরা একটি সিংহাসনে বসে থাকতে দেখানো হয়েছে। পরিচালক বলেছেন এই সিনেমায় বরুণ কে অন্য এক মাস অবতারে দেখা যাবে প্রথমবার। সকলের ‘Baby John’ টিজার দুর্দান্ত লেগেছে।

পরিচালকের নাম যখন Atlee Kumar ও প্রযোজক Priya Kumar, ‘Baby John’ সিনেমা নিয়ে আশাবাদী সিনেমাপ্রেমিরা। বরুণ ছাড়াও এই সিনেমায় অভিনয় করছেন কীর্তি সুরেশ ও ওয়ামিকা।

TwitterFacebookWhatsAppEmailShare

#atlee kumar, #Action movie, #varun dhawan, #baby john, #priya kumar

আরো দেখুন