শ্বশুরবাড়ির জেলায় কাজ! মহিলা সিভিক ভলান্টিয়ারদের জন্য কী উদ্যোগ রাজ্যের?

রাজ্য পুলিশের অধিকারিকদের দাবি, নবান্নে অনুমোদন শীঘ্রই মিলবে।

February 11, 2024 | 2 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এবার শ্বশুরবাড়ির জেলাতেই ডিউটি করতে পারবেন মহিলা সিভিক ভলান্টিয়াররা, এমনই পদক্ষেপ করতে চলেছে রাজ্য পুলিশ। চাকরির সঙ্গে সঙ্গে সাংসারিক দায়িত্ব পালনও করতে পারবেন তাঁরা। এমন ভাবনা থেকেই পরিকল্পনা নেওয়া হয়েছে। জানা যাচ্ছে, পরিকল্পনাটি নবান্নে প্রস্তাব হিসেবে গিয়েছে। রাজ্যের সবুজ সংকেত মিললেই তা চালু হবে। রাজ্য পুলিশের অধিকারিকদের দাবি, নবান্নে অনুমোদন শীঘ্রই মিলবে।

সদ্যই রাজ্য বাজেটে সিভিক পুলিশদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। থানা, ফাঁড়ি ও ট্রাফিকে ডিউটির ক্ষেত্রে সিভিক পুলিশরাই এখন অন্যতম বড় ভরসা। এই মুহূর্তে রাজ্যে সিভিক ভলান্টিয়ারের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজারেরও বেশি। এর মধ্যে প্রায় ৪০ শতাংশেরও অধিক মহিলা। মহিলা সিভিকদের বদলির কোনও নিয়ম নেই।

মহিলা সিভিকদের অনেকেই প্রায় এক দশক ধরে কাজ করছেন। যোগ দেওয়ার সময় অনেকেই ছিলেন অবিবাহিতা। ফলে বাপের বাড়ির এলাকাতেই তাঁরা পোস্টিং পেয়েছিলেন। কিন্তু দূরে বিয়ে হওয়ার কারণে অনেকেই চাকরি ছেড়ে দেন। এক্ষেত্রে বদলির নিয়ম থাকলে তাঁদের চাকরি ছাড়তে হত না। এ’কথা জানিয়ে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ স্টেট ওয়েলফেয়ার কমিটি মহিলা সিভিকদের বদলির প্রস্তাব জানিয়ে রাজ্য পুলিশ ডিরেক্টরেটে চিঠি দেয়।

সেই চিঠির প্রেক্ষিতেই ভাবনাচিন্তা শুরু হয়েছে। বদলির নিয়ম কীভাবে চালু করা যায়, তা নিয়ে ভাবা হচ্ছে। প্রাথমিক খসড়া তৈরি হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। সংশ্লিষ্ট সিভিককে বর্তমান কর্মস্থলের আধিকারিকদের কাছে বদলির জন্য আবেদন করতে হবে। তাতে উল্লেখ করতে হবে, কোন জেলায় তাঁর বিয়ে হয়েছে। সপক্ষে নথিও দিতে হবে। সংশ্লিষ্ট জেলার পুলিশ কর্তাদের কাছে তখন তা পাঠানো হবে। নতুন জেলা তরফে সবুজ সঙ্কেত মিললেই, পুরনো জেলা থেকে ছাড়াপত্র নিয়ে মহিলা সিভিক ভলান্টিয়ার নতুন জেলায় কাজে যোগ দিতে পারবেন। পুরুষদের ক্ষেত্রেও বদলির পদ্ধতি নিয়ে ভাবা হচ্ছে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen