Rojgar Mela 2024: মোদীর আমিত্বের তালিকায় এবার ঢুকে পড়ল রেলও!
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার রোজগার মেলায় সরকারি চাকরি প্রাপ্তদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার অনুষ্ঠানে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ২০১৪ সালের পর রেলের সার্বিক বদল ঘটেছে। তাঁর দাবি, ২০১৪ সালের আগে কোনও সরকার রেলের দিকে বিশেষ নজর দেয়নি।
অর্থাৎ নরেন্দ্র মোদীর আমিত্বের তালিকায় এবার ঢুকে পড়ল রেলও! গরিবের আবাসন প্রকল্প। পানীয় জল যোজনা। বিদ্যুৎ সংযোগ। তফসিলি উপজাতি উন্নয়ন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট। সরকারি চাকরির সংখ্যাবৃদ্ধি। বিগত কয়েক বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার দাবি করেছেন যে, এই প্রতিটি সেক্টর আদতে ২০১৪ সালের পর থেকেই উন্নত হয়েছে। তার আগে কোনও সরকার এসব নিয়ে ভাবনাচিন্তা করেনি। এবার এই তালিকায় ঢুকল রেল।
২০১৪ সালের আগে রেলকে আন্তর্জাতিক মানের করার দিকে নজর দেওয়া হয়নি। মোদী বন্দে ভারতের মতো আরও ৪০ হাজার কামরা নির্মাণকে ভারতীয় রেলের আধুনিকীকরণ আখ্যা দিয়েছেন। যদিও ১৯৬৯ সালে রাজধানী এক্সপ্রেস চালু হয়ে গিয়েছিল একথা উচ্চারণ করেননি। মোদীর কথায় রেলযাত্রা আজ এক মধুর অভিজ্ঞতা! সোমবার ১ লক্ষাধিক সরকারি চাকরি দেওয়া হল বলে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। শুধু যে উন্নতি ঘটছে তাই নয়। মোদী মনে করেন, রেল সফরের অভিজ্ঞতার পরিবর্তন ঘটছে। যদিও ডিসেম্বর মাস থেকে গোটা শীতকালে কুয়াশার কারণে ট্রেনের বহু ঘণ্টা বিলম্ব হওয়ার রীতি আগেও ছিল। এখনও আছে। রেল দুর্ঘটনাও কমেনি।