← বিবিধ বিভাগে ফিরে যান
গোবিন্দভোগ ও তুলাইপাঞ্জি’র পর এবার GI Tag পেল বাংলার কালোনুনিয়া চাল
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: গোবিন্দভোগ ও তুলাইপাঞ্জি চালও জিআই ট্যাগ পেয়েছে আগেই। এবার জিআই ট্যাগ পেল বাংলার কালোনুনিয়া চাল। এর পাশাপাশি ‘আগমার্ক’ পেয়েছে রাঁধুনিপাগল এবং কাটারিভোগ চাল।
এই উপলক্ষ্যে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বিভিন্ন জেলার কৃষক সংস্থাগুলির হাতে জিআই লোগো এবং শংসাপত্র তুলে দেওয়া হয়। সুগন্ধী কালোনুনিয়া চাল আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় ভালো পরিমাণে তৈরি হয়। এই বিষয়ে বিসিকেভির শস্যবিজ্ঞান বিভাগের অধ্যাপক মৃত্যুঞ্জয় ঘোষ জানান, বিসিকেভির পাশাপাশি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজ্যের পেটেন্ট ইনফর্মেশন সেন্টার, রাইস রিসার্চ সেন্টার, পশ্চিমবঙ্গ এগ্রি মার্কেটিং কর্পোরেশন এবং একটি সমিতি একসঙ্গে কাজ করে। এর ফলে এই সাফল্য এসেছে।