পাহাড়ে গেরুয়া শিবিরে বিদ্রোহ? লোকসভায় লড়ার ঘোষণা বিক্ষুব্ধ BJP বিধায়কের

এমনকি প্রার্থী হওয়ার জন্য দল কোনও ব্যবস্থা নিলেও তিনি পিছু হটবেন তো বলেই ঘনিষ্ঠবৃত্তে জানিয়েছেন।

February 19, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দিল্লির বৈঠকে না গিয়ে, শনিবার বিধানসভার বাজেট অধিবেশনের শেষ দিনে বিজেপি বিধায়কদের মধ্যে একমাত্র হাজির ছিলেন কার্শিয়াংয়ের বিষ্ণুপ্রসাদ শর্মা। ঘনিষ্ঠজনদের কার্শিয়াংয়ের বিধায়ক বলেছেন, দিল্লির বৈঠকে কোনও কথা বলার সুযোগ পাবেন না। কেবল বসে বসে শুনতে হবে, তাই যাওয়ার প্রয়োজন মনে করেননি। কিছুদিন ধরে বিজেপির এই বিদ্রোহী বিধায়ক প্রকাশ্যে বলছেন, লোকসভা নির্বাচনে দল টিকিট না দিলেও, দার্জিলিংয়ে প্রার্থী হবেন।

এমনকি প্রার্থী হওয়ার জন্য দল কোনও ব্যবস্থা নিলেও তিনি পিছু হটবেন তো বলেই ঘনিষ্ঠবৃত্তে জানিয়েছেন। ভূমিপুত্রের দাবি নিয়ে, ভোটের লড়াইয়ে নামতে চাইছেন তিনি। তাঁর দাবি, দার্জিলিংয়ের বর্তমান বিজেপি সাংসদ রাজু বিস্তা, ইদানিংকালে অতিসক্রিয় প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রিংলা কেউই, ভূমিপুত্র নন।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen