কারচুপি করে জয় BJP-র, ভিডিও ফাঁসের পর কী রায় সুপ্রিম কোর্টের?

নির্বাচনে জিততে কারচুপির আশ্রয় নিয়েছে বিজেপি?

February 21, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: নির্বাচনে জিততে কারচুপির আশ্রয় নিয়েছে বিজেপি? শীর্ষে আদালতের রায় কার্যত তাই-ই প্রমাণিত হল। রিটার্নিং অফিসারের ঘোষণা করা নির্বাচনের ফল খারিজ করে দেওয়া হল। আপ-কংগ্রেস জোটের বাতিল হওয়া আটটি ব্যালট বৈধ ঘোষিত হল। চণ্ডীগড় পুরসভার মেয়র নির্বাচনে ২০টি ভোট পাওয়া আপ প্রার্থী কুলদীপ কুমারকেই মঙ্গলবার সুপ্রিম কোর্ট বিজয়ী ঘোষণা করল। তবে বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। বিজেপি নেতা তথা রিটার্নিং অফিসার অনিল ম্যাসিকে কাঠগড়ায় তোলা হয়েছে। অভিযোগ উঠছে, আপ-কংগ্রেসের আটটি ব্যালট বাতিল করে তিনিই গেরুয়া শিবিরেরে প্রার্থী মনোজ সোনকারকে জিতিয়ে দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে শোকজ নোটিশ জারির নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বেঞ্চ জানিয়েছে, বেআইনিভাবে নির্বাচনের ফল বদলেছেন ম্যাসি। আদালতে মিথ্যা বয়ানও দিয়েছেন।

আটটি ব্যালট পেপার ও গণনার সময়কার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পার্দিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চ। ব্যালট পেপারগুলি সকলের সামনে তুলে ধরে রিটার্নিং অফিসারের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, প্রতিটিতেই কুলদীপ কুমারের নামের পাশে স্ট্যাম্প দেওয়া। ভিডিওয় দেখা যাচ্ছে, ম্যাসি ব্যালট পেপারগুলিতে শুধু একটা করে দাগ কেটেছেন। এগুলি কোথায় বিকৃত করা হয়েছে, দেখাতে পারবেন?

সুপ্রিম কোর্টের রায়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি। উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি চণ্ডীগড় পুরনিগমের মেয়র নির্বাচন হয়। গণনায় আপ-কংগ্রেস জোটের প্রার্থী কুলদীপ সিংয়ের পক্ষের আটটি ভোট বাতিল ঘোষণা করেন ম্যাসি। ১৬-১২ ফলাফলে জেতেন বিজেপি প্রার্থী মনোজ। এরপরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় আপ। মঙ্গলবার সুপ্রিম কোর্ট আপ প্রার্থীকে জয়ী ঘোষণা করে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen