Farmers protest: আজ সারা দেশ ‘কালা দিবস’ পালন করবে ‘অন্নদাতা’রা

বুধবারের ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের পদত্যাগ দাবি করেছে কিষান মোর্চা।

February 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: আন্দোলনরত কৃষকদের ‘দিল্লি অভিযান’ চলাকালীন বুধবার পাঞ্জাব-হরিয়ানার সীমান্তে অবস্থিত খনৌরিতে একজন কৃষকের মৃত্যুকে ঘিরে বিক্ষোভ আরও ঘনীভূত হয়েছে। এবার দেশজুড়ে মোদী বিরোধী আন্দোলন আরও তীব্র করার প্রস্তুতি নিচ্ছে সংযুক্ত কিষান মোর্চা। সেইমতো ‘হিউম্যান চেইন’-এর আদলে আগামী ২৬ ফেব্রুয়ারি দেশব্যাপী ট্রাক্টর-বন্ধন করবে কৃষকরা। দিল্লি অভিমুখী দেশের সমস্ত হাইওয়েজুড়ে হবে সেই কর্মসূচি। ট্রাক্টর-প্রদর্শনের মাধ্যমে মিছিলের পরিকল্পনাও করেছে আন্দোলনকারীরা। পাশাপাশি আগামী ১৪ মার্চ দিল্লির রামলীলা ময়দানে মোদী বিরোধিতায় মেগা কিষান সমাবেশেরও ডাক দেওয়া হয়েছে।

ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপির আইনি নিশ্চয়তা ও অন্যান্য দাবিতে আন্দোলনে থাকা কৃষকদের অভিযোগ ২১শে ফেব্রুয়ারি খনৌরি সীমান্তে পুলিশের গুলিতে মৃত্যু হয় শুভকরণ সিং নামে ওই কৃষকের।

বৃহস্পতিবার মোদী বিরোধী আন্দোলন কর্মসূচি স্থির করতে বৈঠক করেছে সংযুক্ত কিষান মোর্চা। বৈঠক শেষে চণ্ডীগড়ে এক সাংবাদিক বৈঠকে মোর্চা নেতৃত্ব জানিয়েছে, বুধবার পাঞ্জাব-হরিয়ানা সীমানায় হরিয়ানা পুলিসের ছোঁড়া রাবার বুলেটের আঘাতে যে তরুণ কৃষক নিহত হয়েছেন, তাঁর পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে দোষী পুলিসকর্মীদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করতে হবে। বিভাগীয় তদন্তেরও দাবি জানানো হয়েছে। একইসঙ্গে বুধবারের ঘটনার দায় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং হরিয়ানার স্বরাষ্ট্রমন্ত্রী অনিল ভিজের পদত্যাগ দাবি করেছে কিষান মোর্চা।

এই দাবিতে সরবও হবে সংযুক্ত কিষান মোর্চা। আন্দোলনকারী কৃষক ‘হত্যা’র প্রতিবাদে আজ, শুক্রবার সারা দেশে ‘কালা দিবস’ পালন করবে কৃষকরা। আজকের কর্মসূচিতে কিষান মোর্চার সঙ্গে শামিল হবে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি। সর্বভারতীয় কৃষক নেতা রাকেশ টিকায়েত এদিন দাবি করেছেন, ‘আগের মতো দিল্লিকে চারদিক দিয়ে ঘিরে ফেলাই দাবি আদায়ের অন্যতম প্রধান পথ।’

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen