দিকে দিকে টিকিট বিদ্রোহ? লোকসভা ভোটের আগে দিশেহারা বঙ্গ BJP?
নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: জেলায় জেলায় ক্ষোভ-বিক্ষোভ, লোকসভা ভোটের আগে কার্যত দিশেহারা বাংলার গেরুয়া শিবির। টিকিট-বিদ্রোহের আঁচে রীতিমতো জ্বলছে গোটা দল। প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণার পর থেকেই এই অবস্থা। বিজেপির তথাকথিত গড় উত্তরবঙ্গে সবচেয়ে বেশি বিদ্রোহের আগুন ছড়িয়েছে। জন বার্লা থেকে রাজু বিস্তা, ক্ষোভের বিস্ফোরণ ঘটছে। আলিপুরদুয়ারের বিদায়ী বিজেপি সাংসদ জন বারলা (John Barla) প্রকাশ্যে বলছেন, জেলা সভাপতি মনোজ টিগ্গার কলকাঠিতেই নাকি তাঁকে ছেঁটে ফেলা হয়েছে।
দার্জিলিং নিয়ে শ্রীংলা ও বিস্তার দড়ি টানাটানি চলছে। বিজেপির দলীয় যাবতীয় কাঠামো ও নিয়মের তোয়াক্কা না করে দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা দাবি করেন, তিনিই ওই কেন্দ্রের প্রার্থী। উত্তরের আরেক সাংসদ দেবশ্রী চৌধুরী সোমবার রাতেই, রায়গঞ্জ ছেড়ে কলকাতা রওনা দিয়েছেন।
জোর গুঞ্জন, দেবশ্রী টিকিট পাবেন না। হয়ত দেবশ্রীকে বারাসত কেন্দ্রে প্রার্থী করা হতে পারে। ওই কেন্দ্রে অবশ্য রাহুল সিনহার নামও শোনা যাচ্ছে। দমদম কেন্দ্রের প্রার্থী হিসেবে তপন সিকদারের ভাইপো সৌরভের নাম শোনা যাচ্ছে। কিন্তু বিদ্রোহ দমার নাম নেই। জলপাইগুড়ি নিয়েও ক্রমশ ক্ষোভ বাড়ছে। শোনা যাচ্ছে, ওই কেন্দ্রের সাংসদ ডাঃ জয়ন্ত রায় হয়ত টিকিট পাবেন না। ফলে ক্ষোভ বাড়বেই।
সবচেয়ে বিস্ফোরক জন বারলা, আলিপুরদুয়ার (Alipurduar) কেন্দ্রে তাঁর বদলে বিজেপি মনোজ টিগ্গাকে প্রার্থী করেছে। ক্ষুব্ধ বারলার সাফ কথা, ২০১৪ সালের আগে তরাই-ডুয়ার্সের চা-বলয়ে বিজেপির ঝান্ডা লাগানোর লোক ছিল না। তিনি বিজেপিতে এসে সংগঠন তৈরি করেছেন। আজ, বুধবার টিগ্গা যান বারলার বাড়িতে। তবে তরাই-ডুয়ার্সের আদিবাসী মহল্লায় ক্ষোভ ছড়িয়েছে। বারলার অনুগামীদের ক্ষোভ প্রশমিত হচ্ছে না।
বাংলাজুড়ে জোর চর্চা, দার্জিলিং কেন্দ্রে মোদী ঘনিষ্ঠ প্রাক্তন আমলা হর্ষবর্ধন শ্রিংলাকে (Harsh Vardhan Shringla) প্রার্থী করা হচ্ছে। কিন্তু দিল্লি থেকে ফিরে রাজু বিস্তা বিদ্রোহের সুর চড়িয়েছেন। কালিম্পংয়ের বিজেপি (BJP) বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মাও সামিল হয়েছেন। তাঁর দাবি, ভূমিপুত্র প্রার্থী না হলে নিজেই নির্দল হিসেবে ভোটে দাঁড়াবেন। গ্রেটার কোচবিহারের ইস্যুকে সামনে রেখে বিদ্রোহী অনন্ত মহারাজের সঙ্গেও বৈঠক করেছেন বিষ্ণুপ্রসাদ। শোনা যাচ্ছে, অনন্ত মহারাজকে জলপাইগুড়ি থেকে টিকিট দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে পারে বিজেপি। মঙ্গলবারই দিল্লি পৌঁছেছেন অনন্ত মহারাজ। সব মিলিয়ে ভোটের মুখে বিজেপি কার্যত দিশেহারা।