জমজমাট লক্ষীবার! ব্যারাকপুরে পার্থ বনাম অর্জুন, দমদমে সুজন, যাদবপুরে সৃজন?

প্রার্থীতালিকা ঘোষণা থেকে শুরু করে প্রার্থী পদ থেকে নাম সরিয়ে নেয়া, টিকিট না পেয়ে দলবদল, এসব নাটকীয় ঘটনা চলছেই

March 14, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
ব্যারাকপুরে পার্থ বনাম অর্জুন, দমদমে সুজন, যাদবপুরে সৃজন?

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: এখনও ভোটের দিনক্ষণ ঘোষণা হয়নি, তবে নির্বাচনী হাওয়ায় ভাসছে গোটা দেশ। প্রার্থীতালিকা ঘোষণা থেকে শুরু করে প্রার্থী পদ থেকে নাম সরিয়ে নেওয়া, টিকিট না পেয়ে দলবদল, এসব নাটকীয় ঘটনা চলছেই।

ব্যারাকপুরের বিজেপি সংসদ অর্জুন সিং (Arjun Singh) দলবদল করে তৃণমূলে আসেন। এরপর তৃণমূলের টিকিট না পেয়ে তিনি বলেইছিলেন যে তিনি আবার সাংসদ হবেনই। বৃহস্পতিবার সকালের খবর, বিজেপির (BJP) থেকে তার টিকিট পাওয়া প্রায় নিশ্চিত এবং তিনি ব্যারাকপুর (Barrackpur) থেকেই প্রতিদ্বন্দ্বিতা করবেন তৃণমূলের পার্থ ভৌমিকের (Partha Bhowmick) বিরুদ্ধে।

সূত্রের খবর, যাদবপুরে ২০০৯-এ পরাজিত কম্যুনিস্ট পার্টির (CPM) নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) এবার প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন দমদম থেকে। একদা লালদুর্গ যাদবপুরে (Jadavpur) বাম প্রার্থী হতে পারেন ছাত্রনেতা সৃজন ভট্টচার্য (Srijan Bhattacharya)।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen