অ্যাঞ্জিয়োপ্লাস্টি! দিব্য খোশমেজাজে ছেলের সঙ্গে খেলা দেখলেন Big B
সংবাদমাধ্যমের উদ্দেশ্যেই জানান, হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারেই মিথ্যে ছিল।
Authored By:

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: শুক্রবার সকালেই খবর মেলে অভিতাভ বচ্চন (Amitabh Bachchan) অসুস্থ, একাধিক প্রথম সারির সংবাদ মাধ্যমের দ্বারাই খবর ছড়িয়ে পড়ে। মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে অভিনেতার অ্যাঞ্জিয়োপ্লাস্টিও করানো হয় বলে খবর প্রকাশিত হয় বেশ কিছু বেসরকারি সংবাদ মাধ্যমে। এ খবর প্রকাশ্যে আসতেই অভিনেতার অনুরাগীরা চিন্তিত হয়ে পড়েন। কিছুক্ষণ পর গতকালই অর্থাৎ ১৫ মার্চ ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগের (আইএসপিএল) ফাইনাল ম্যাচ দেখতে যান অভিনেতা, সঙ্গে ছিলেন তাঁর পুত্র অভিষেক। ‘মাঝি মুম্বই’ ও ‘টাইগার্স অফ কলকাতা’র মধ্যে ফাইনাল ম্যাচ ছিল। গোটা ম্যাচ উপভোগ করেন তিনি। অ্যাঞ্জিয়োপ্লাস্টির খবর কী ভুয়ো ছিল!
‘মাঝি মুম্বই’ দলের সমর্থক অমিতাভ হুডি এবং ট্র্যাক প্যান্ট পরে খেলা দেখতে আসেন। ম্যাচ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নাড়েন। সংবাদমাধ্যমের উদ্দেশ্যেই জানান, হাসপাতালে ভর্তি হওয়ার খবর একেবারেই মিথ্যে ছিল। সমাজ মাধ্যমে খেলার মাঠ থেকে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে ফাইনাল চুটিয়ে উপভোগ করছেন অভিনেতা।