রাজ্য বিভাগে ফিরে যান

পশ্চিমবঙ্গে কংগ্রেসের প্রার্থী কারা – দেখে নিন

March 21, 2024 | < 1 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: বৃহস্পতিবার সন্ধ্যায় কংগ্রেসের তৃতীয় দফার প্রার্থিতালিকায় বাংলার আটটি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করল তারা । এদিন কংগ্রেসের তরফে সারা দেশের যে ৫৭ আসনে প্রার্থী ঘোষণা করা হল, তার মধ্যে রয়েছে বাংলার আটটি কেন্দ্রের প্রার্থীর নাম। জেনে নিন সেই আটটি কেন্দ্র প্রার্থী কারা –


বহরমপুর: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী
মালদহ দক্ষিণ: সাংসদ আবু হাসেম খান চৌধুরীর ছেলে ইশা খান চৌধুরী
রায়গঞ্জ:আলি ইমরান রামজ় ওরফে ভিক্টর
বীরভূম: মিল্টন রশিদ
মালদহ উত্তর: মুস্তাক আলম
উত্তর কলকাতা: প্রাক্তন সাংসদ প্রদীপ ভট্টাচার্য,
পুরুলিয়া: নেপাল মাহাতো
জঙ্গিপুর: মোর্তাজা হোসেন

TwitterFacebookWhatsAppEmailShare

#AICC, #Loksabha Elections, #loksabha elections 2024, #Congress, #west bengal congress

আরো দেখুন