রাজনৈতিক সৌজন্যের ছবি আলিপুরদুয়ারে, মনোনয়নে পেশে করমর্দন তৃণমূল ও BJP প্রার্থীর

আম আলিপুরদুয়ারবাসীর বক্তব্য, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থ্যক্য হতেই পারে। কিন্তু এমন সৌজন্য বজায় থাকুক।

March 23, 2024 | < 1 min read
Published by: Drishti Bhongi
রাজনৈতিক সৌজন্যের ছবি আলিপুরদুয়ারে, মনোনয়নে পেশে করমর্দন তৃণমূল ও BJP প্রার্থীর

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: রাজনীতি মানেই পক্ষ আর প্রতিপক্ষের লড়াই, গরমাগরম বাক্য বিনিয়ম। কিন্তু কোথাও গিয়ে ভোট ময়দানে বিরল হয়ে পড়ছে সৌজন্যবোধ। উলোটপুরাণের সাক্ষী থাকল আলিপুরদুয়ার। বিরল সৌজন্যের ছবি ধরা দিল উত্তরের এই জেলায়। আম আলিপুরদুয়ারবাসীর বক্তব্য, রাজনৈতিক দলের মধ্যে মতপার্থ্যক্য হতেই পারে। কিন্তু এমন সৌজন্য বজায় থাকুক।

মনোনয়ন পেশ করতে গিয়ে একে অপরের দিকে হাত বাড়িয়ে করমর্দন করেন আলিপুরদুয়ারের (Alipurduar) বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা ও তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবরাইক (Prakash Chik Barik)। আরেক তৃণমূল নেতা মৃদুল গোস্বামীকেও (Mridul Goswami) এদিন বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার (Manoj Tigga) সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা যায়। দুই দলেরই বহু নেতা এদিন হাজির ছিলেন। অনেকেই বলেছেন ভোটের ময়দানে রাজনীতির লড়াই হোক রাজনৈতিকভাবেই। ভোটকে কেন্দ্র করে বক্তিগত সম্পর্ক অটুট থাকুক। প্রত্যেকের ব্যক্তিগতস্তরে সৌজন্যতা বজায় থাকুক। রাজনীতিতে হিংসা কমবে এর জেরে। এমন ছবি দেখে আলিপুরদুয়ারবাসীরাও আশ্বস্ত।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen