রাজ্য বিভাগে ফিরে যান

দক্ষিণ কলকাতায় মালার রোড শো, দেবশ্রীর প্রচারের জেরে যানজটে নাজেহাল আম জনতা

April 16, 2024 | < 1 min read

দক্ষিণ কলকাতায় রোড শো

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: সোমবার সন্ধ্যায় জমজমাট প্রচার চলল কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে, প্রচার পর্ব ছিল নিরবিচ্ছিন্ন। টালিগঞ্জ, হরিদেবপুর, পুঁটিয়ারি এলাকায় রোড শো করেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়। টালিগঞ্জের করুণাময়ী কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন মালা রায়। টালিগঞ্জ, হরিদেবপুর, পূর্ব ও পশ্চিম পুঁটিয়ারির বিভিন্ন রাস্তায় হুড খোলা গাড়িতে ঘোরেন মালা রায়। স্থানীয় বিধায়ক রত্না চট্টোপাধ্যায়, ১১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা ১৩ নম্বর বরোর চেয়ারম্যান রত্না শূর, ১১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সোমা চক্রবর্তীরা ছিলেন গোটা প্রচার পর্বে। রাস্তার দু-ধারে ভিড় ছিল চোখে পড়ার মতো। জায়গায় জায়গায় দাঁড়িয়ে মালা রায়ের গাড়ি প্রচার করে। গাড়ি থেকে নেমে জনসংযোগ করেন তিনি।

সোমবার সন্ধ্যায় ঢাকুরিয়ায় রোড শো করেন কলকাতা দক্ষিণের বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরীও। অভিনেত্রী অঞ্জনা বসুকে নিয়ে হুড খোলা জিপে চেপে ঢাকুরিয়া থেকে গোলপার্ক, গড়িয়াহাট হয়ে রাসবিহারী মোড়ে আসেন বিজেপি প্রার্থী। ঢাক-ঢোল নিয়ে মিছিল এগতে থাকে। দেবশ্রীর প্রচারের জেরে তীব্র যানজটের মুখে পড়তে হয় অফিস ফেরত যাত্রীদের। ঢাকুরিয়া, গড়িয়াহাটে যানজটে নাজেহাল হয়ে পড়েন আম জনতা। বাসযাত্রীদের বক্তব্য, মিটিং, মিছিল ছুটির দিনে করতে পারে। কলকাতা দক্ষিণের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিম পাড়ায় পাড়ায় নিবিড় জনসংযোগ করছেন।

TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #Mala Roy, #bjp, #tmc, #Debashree Choudhury, #Loksabha Election 2024, #kolkata dakshin

আরো দেখুন