জয়েন্ট-নিট পরীক্ষা স্থগিতের দাবিতে ধর্নায় তৃণমূল ছাত্র পরিষদ

প্রেক্ষাপটেই এবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুক্রবার গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করছে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ (টিএমসিপি)।

August 28, 2020 | < 1 min read
Published by: Drishti Bhongi

করোনা আবহে জয়েন্ট এন্ট্রান্স এবং নিট পরীক্ষার আয়োজন করা বেশ ঝুঁকিপূর্ণ তাই এই দুই পরীক্ষা স্থগিত করা হোক এই মর্মে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রেক্ষাপটেই এবার তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে শুক্রবার গান্ধী মূর্তির সামনে প্রতিবাদ-বিক্ষোভের আয়োজন করছে তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদ (টিএমসিপি)।

আজ মমতা বন্দ্যোপাধ্যায় ‘ভার্চুয়াল সমাবেশে’ বক্তব্য পেশ করবেন। রাজনৈতিক মহলের মত ২০২১ সালে বিধানসভা নির্বাচনের আগে যুব সম্প্রদায়ের কাছে একটি ‘শক্তিশালী এবং বিশেষ’ বার্তা দেবেন মমতা।

টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য বলেন, “করোনা অতিমারীর জন্য আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে চলেছি। সেই আবহে জয়েন্ট এবং নিট পরীক্ষা নিয়ে কেন্দ্রের এই সিদ্ধান্তের সঙ্গে সহ্মত হতে পারছি না। যেহেতু এ বছর কোনও জনসভা হবে না তাই এই পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য আমরা ধর্নায় বসব। সামাজিক দূরত্ব বিধি মেনেই এই প্রতিবাদ সভা আয়োজিত হবে।”

জানা গিয়েছে প্রায় ৫০০-এরও বেশি জায়ান্ট স্ক্রিন বসানো হবে রাজ্য জুড়ে। টিএমসিপির রাজ্য সভাপতি বলেন, “আমাদের সকল সদস্য মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমাদের নির্দেশনা ও অনুপ্রেরণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আমরা দলনেত্রীর কাছ থেকে একটি বিশেষ বার্তা প্রত্যাশা করছি। যেহেতু বিপুল সংখ্যক যুবক দলে যোগ দিতে এবং উন্নয়নের জন্য কাজ করতে আগ্রহী হচ্ছেন।” দলের একজন প্রবীণ নেতার মতে, আগামী কয়েক মাসে আরও বেশি যুবককে দলে অন্তর্ভুক্ত করা হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen