কলকাতা বিভাগে ফিরে যান

প্রধানমন্ত্রীর গ্যারান্টি ৪২০! এগারো উদাহরণ তুলে ধরলেন অমিত মিত্র

May 19, 2024 | 2 min read

অমিত মিত্র

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: দেশজুড়ে লোকসভা নির্বাচনের আবহে বিজেপি বিভিন্ন নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী মোদীর গ্যারান্টি তুলে ধরছে। এই গ্যারান্টি ইস্যুতে রবিবার কার্যত তুলোধনা করলেন প্রাক্তন অর্থমন্ত্রী ড. অমিত মিত্র। এদিন সাংবাদিক সম্মেলনে মোদীর গ্যারান্টির বাস্তবতা প্রসঙ্গে তিনি ১১টি তথ্য তুলে ধরেন। তাঁর কথায় “মোদীর গ্যারান্টি = ৪২০“।

একনজরে দেখে নিন সেই ১১ টি তথ্য

  • প্রধানমন্ত্রী নারীশক্তির কথা বলেন, আর মহিলাদের ওপর অপরাধের সংখ্যা ভয়ংকরভাবে বাড়ছে, তথ্য বলছে প্রতি ঘন্টায় দেশে ৫১ জন মহিলা অপরাধের শিকার হচ্ছে
  • ৮৩% বেকারের মধ্যে ৮০ শতাংশের বেশি যুবক যুবতী, এদের মধ্যে শিক্ষিত ৬৬% . ৯৫% ছেলেমেয়ে কোন ভোকেশনাল ট্রেনিং পাচ্ছেন না
  • পরিবারের আর্থিক সঞ্চয় ৫০ বছরে সর্বনিম্ন
  • কেউ একজন উড়ে এসে বললেন এখন থেকে শিল্পপতিরা পালিয়ে যাচ্ছে , প্রায় ৩৫ হাজার হাইনেটয়ার্ক ইন্ডিভিজুয়ালস বা যারা উচ্চ নিট মূল্যব্যক্তি (যার ৫ কোটির বেশি) শিল্পপতি তারা ভারত থেকে নাগরিকত্ব প্রত্যাখ্যান করে পালিয়ে যাচ্ছে, জবাব দিন
  • এম এস পি: কেন আমাদের কৃষকদের গ্যারান্টিড এমএসপি দেওয়া হল না, তার ফলস্বরূপ প্রতিদিন ৩০ টি কৃষক আত্মহত্যা করছে
  • আমরা সারা বিশ্বের থেকে ঋণ নিচ্ছি, ১০ বছরে সেই হার ১০০ শতাংশ বেড়েছে। বিদেশ থেকে নেওয়া ঋণের পরিমাণ ৩ লক্ষ ৬৫ হাজার কোটি ছিল ২০১৩-১৪ অর্থবর্ষে, সেটা ২০২২-২৩ অর্থবর্ষে হয়েছে ৭ লক্ষ ৪৮ হাজার কোটি
  • ঘৃণা ভাষণ বেড়েছে ৪৫%. এছাড়া সংসদে সাম্প্রদায়িক বক্তৃতা বিশালভাবে বেড়েছে
  • ২০২১ এ মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল ভোট জেতার পর থেকে কেন্দ্রীয় সরকার সব টাকা আটকে রেখেছে, ১০০ দিনের কাজ ও অবস্ যোজনায় আমরা একটা টাকাও পাইনি ২০২১ সালের পর থেকে, কারণ তারা বাংলায় হেরে গেছেন। সাংবিধানিক অধিকার কেড়ে নিয়েছেন।
  • প্রধানমন্ত্রী সংসদের একটা প্রশ্নের উত্তর দেননি, এটাই কি তার গণতন্ত্রের প্রতি গ্যারান্টি?
  • গত এক বছরে তিনি একবারও মণিপুরে গেলেন না, অথচ তিনি সারা ভারতে ঘুরে বেড়াচ্ছেন, দিনে ৩-৪ বার যাচ্ছেন ভারতের উত্তর থেকে দক্ষিণে যাচ্ছেন
  • লক্ষ্মীর ভান্ডারকে হেয় করছেন, তাঁর রাইট হ্যান্ড লোকেরা বলছে ক্ষমতায় এলে এটা বন্ধ করে দেবে না হয় ১০০ টাকা বাড়িয়ে দেবে, কেন? এর মাধ্যমে ২.১৫ কোটি মহিলার ক্ষমতায়ন হয়েছে, কেন এভাবে হেয় করছেন? জবাব দিন
  • ব্যাঙ্করা বলে দিলো কেন্দ্রকে ১৬ লক্ষ কোটি টাকা দিতে হবে না, অথচ তাদের মধ্যে ছোট ব্যবসায়ীরা নেই. যদি কৃষক বা ছোট ব্যবসায়ীরা না থাকে তাহলে কারা পেলো এই ১৬ লক্ষ কোটি টাকা ঋণ?
TwitterFacebookWhatsAppEmailShare

#West Bengal, #PM Modi, #Dr Amit Mitra, #Modi guarantee

আরো দেখুন