কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, প্রচারে তিন অস্ত্র সুদীপ বন্দ্যোপাধ্যায়ের

মির্জাপুর এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন তিনি। প্রার্থীকে দেখতে বাড়ির বারান্দায় ভিড় জমান বাসিন্দারা। হেঁটেও জনসংযোগ করেন সুদীপ।

May 20, 2024 | < 1 min read

Authored By:

Drishti Bhongi Drishti Bhongi
তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার; রাজ্যের তিন প্রকল্প নিয়ে প্রচারে ঝড় তুলছে তৃণমূল। রবিবার সকালে কলেজ স্ট্রিটের মির্জাপুরে প্রচারে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Bandyopadhyay)। দয়াময়ী কালী মন্দিরে পুজো দিয়ে অটোতে অলিগলিতে জনসংযোগ সারেন।

মির্জাপুর এলাকায় ঘুরে ঘুরে প্রচার করেন তিনি। প্রার্থীকে দেখতে বাড়ির বারান্দায় ভিড় জমান বাসিন্দারা। হেঁটেও জনসংযোগ করেন সুদীপ। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পক্ষে ভোট দেওয়ার আর্জি জানান সুদীপ। তাঁর সঙ্গে ছিলেন ৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুপর্ণা দত্ত। বেলুন, পতাকা, সরকারি প্রকল্পগুলির কাট আউট, মহিলা ঢাকিদের নিয়ে মিছিল করেন তৃণমূল প্রার্থী।

TwitterFacebookWhatsAppEmailShare

ভিডিও

আরও পড়ুন

Decorative Ring
Maa Ashchen