দেশ বিভাগে ফিরে যান

জেইই-নিট ইস্যুতে সুপ্রিম কোর্টে ছয় রাজ্য, মূল পিটিশনার বাংলার মন্ত্রী

August 28, 2020 | < 1 min read

জেইই-নিট পরীক্ষা পেছানোর ফবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল ৬টি বিরোধী শাসিত রাজ্য। পাঞ্জাব, মহারাষ্ট্র, রাজস্থান, ছত্রিশগড়, পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ডের ছ’জন কেবিনেট মন্ত্রী এই পিটিশন দাখিল করেন। আজই সুপ্রিম কোর্টে একটি রিভিউ পিটিশন ফাইল করেছে রাজ্যগুলি। মূল পিটিশনার বাংলার মন্ত্রী মলয় ঘটক।

সেপ্টেম্বর মাসে নিট-জেইই পরীক্ষা সংগঠিত করতে চায় কেন্দ্রীয় সরকার। করোনা আবহে যেখানে বিভিন্ন অঞ্চলে লকডাউন চলছে, সেই সময় কেন এই পরীক্ষা নেওয়া হবে, তা নিয়ে উঠছে প্রশ্ন। পড়ুয়াদের যুক্তি, যখন ট্রেন, বাস নিয়মমাফিক চলছে না, পড়ুয়ারা সেন্টারে পৌঁছাবে কীভাবে?

পাশাপাশি, রাজ্য সরকারের বক্তব্য, এই অতিমারী পরিস্থিতিতে এত বড় কর্মযজ্ঞ আয়োজন করা সম্ভব নয়। এর ফলে বাড়তে পারে সংক্রমণ। প্রসঙ্গত, কয়েকদিন আগে বিরোধীদলগুলির বৈঠকে এই ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার কথা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই প্রেক্ষিতে, বাংলার এক মন্ত্রী লিড পিটিশনার হওয়াতে অনেকেই মনে করছেন ছাত্রদের পাশে থাকার আশ্বাসই দিলেন মমতা।

TwitterFacebookWhatsAppEmailShare

#NEET and JEE Main 2020, #petition, #Moloy Ghatak, #Mamata Banerjee, #supreme court

আরো দেখুন