রাজ্য বিভাগে ফিরে যান

সপ্তম দফার নির্বাচনের প্রস্তুতিতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব, কত বুথ ক্ষতিগ্রস্থ?

May 28, 2024 | < 1 min read

ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে সপ্তম দফার নির্বাচনের প্রস্তুতিতে

নিউজ ডেস্ক, দৃষ্টিভঙ্গি: ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে সপ্তম দফার নির্বাচনের প্রস্তুতিতে। কমিশন তরফে খবর মিলেছে, মোট ৪৮টি ভোটকেন্দ্র দুর্যোগের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা দুই জেলা মিলিয়ে এই পরিসংখ্যান সামনে এসেছে। বুথে বুথে জল ঢুকে ক্ষয়ক্ষতি হয়েছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দুই জেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে জেলাশাসকদের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছেন। ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলির মেরামতি যুদ্ধকালীন তৎপরতায় শেষ করতে মুখ্যনির্বাচনী আধিকারিক নির্দেশ দিয়েছেন। দুর্যোগের পর সব জেলার স্ট্রংরুমগুলির অবস্থা খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী শনিবার সপ্তম তথা শেষ দফার ভোটে বাংলার তিন জেলার মোট ন’টি লোকসভা আসনে ভোট নেওয়া হবে। মোট ১কোটি ৬৩ লক্ষ ৪০ হাজারের বেশি ভোটদাতা ভোট দেবেন এই দফায়। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭ হাজার ৪৭০। শেষ দফায় বুথের নিরাপত্তায় থাকছে ৯৬৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ৩৩ হাজারের সামান্য বেশি রাজ্য পুলিশ মোতায়েন হবে।

TwitterFacebookWhatsAppEmailShare

#Cyclone remal alert, #West Bengal, #Loksabha Election 2024, #Cyclone Remal, #7th phase

আরো দেখুন