রাজ্য বিভাগে ফিরে যান

সেপ্টেম্বর মাসে কলেজ, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে না: মমতা

August 28, 2020 | < 1 min read

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে বক্তব্য রাখছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সেপ্টেম্বর মাসে রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে পরীক্ষা নেওয়া হবে না। শুক্রবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভার্চুয়াল সভা থেকে স্পষ্ট ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে অনলাইন-অফলাইনে পরীক্ষার সম্ভাবনা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

করোনা আবহেও কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেওয়া নিয়ে নির্দেশিকা জারি করেছে ইউজিসি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, প্রথমে পরীক্ষা নেওয়ার দরকার নেই বলে জানানোর পরেও জুলাই মাসে ফের রাজ্যকে চিঠি পাঠানো হয়।

সেই চিঠিতে ইউজিসি-র তরফে জানানো হয় পরীক্ষা নিতে হবে। এপ্রসঙ্গে কেন্দ্রকে বিঁধে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘পরীক্ষা নিয়ে গায়ের জোরে সিদ্ধান্ত চাপাচ্ছে। পড়ুয়াদের ওপর চাপ দিচ্ছে। পড়ুয়ারা মানসিক দুশ্চিন্তায় আছে। পরীক্ষা নিয়ে চিন্তিত অভিভাবকরাও। কেন্দ্র পড়ুয়াদের কেন বিপদে ফেলছে?’’

https://www.facebook.com/AITCofficial/videos/917432955408836/?app=fbl

রাজ্য সরকার করোনা আবহে পরীক্ষার বন্দোবস্ত করে পড়ুয়াদের বিপদে ফেলতে চায় না, এদিন ভার্চুয়াল সভায় সাফ জানান মুখ্যমন্ত্রী। তবে এই পরিস্থিতিতে অনলাইন-অফলাইনে পরীক্ষা নেওয়া যায় কিনা সেব্যাপারে ভেবে দেখা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, ‘‘সেপ্টেম্বর মাসে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নয়। তবে পুজোর আগে পরীক্ষা নেওয়া যায় কিনা সেটা ভেবে দেখা হচ্ছে। অনলাইন-অফলাইনে পরীক্ষা নেওয়া যায় কিনা দেখা হবে।’’

কলেজ-বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ব্যাপারে নির্দিষ্ট পরিকল্পনা করতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘বাড়ির কাছাকাছি সেন্টার দেওয়া যায় কিনা দেখুন। দ্রুত সিদ্ধান্ত নিয়ে পড়ুয়াদের জানাবেন শিক্ষামন্ত্রী।’’

TwitterFacebookWhatsAppEmailShare

#Mamata Banerjee, #covid19, #college students, #examination, #TMCP, #September

আরো দেখুন