রাজ্য বিভাগে ফিরে যান

চতুর্থ, পঞ্চমের মতো ষষ্ঠ দফাতেও ভোটদানে পুরুষদের টেক্কা বাংলার লক্ষ্মীদের

May 31, 2024 | 2 min read

নিউজ ডেস্ক,দৃষ্টিভঙ্গি: ভোটদানের হারে পুরুষদের রীতিমতো টেক্কা দিচ্ছেন বাংলার মেয়েরা। চতুর্থ এবং পঞ্চম দফার পর ষষ্ঠ দফাতেও ভোটদানের হারে পুরুষদের ছাপিয়ে গিয়েছেন মহিলারা। পুরুষ ভোটারদের তুলনায় ষষ্ঠ দফায় ২.২১ শতাংশ বেশি মহিলা ভোট পড়েছে বঙ্গে। গোটা দেশে ষষ্ঠ দফায় পুরুষদের তুলনায় ৪ শতাংশ বেশি ভোট দিয়েছেন মহিলারা। পুরুষ ভোটের হার ৬১.৯৫ শতাংশ, মহিলা ভোট পড়েছে ৬৪.৯৫ শতাংশ।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ষষ্ঠ দফায় বাংলায় ভোটদানের হার ৮২.৭১ শতাংশ। তার মধ্যে পুরুষ ভোটের হার ৮১.৬২ শতাংশ। মহিলা ভোটের হার ৮৩.৮৩ শতাংশ। বাংলার আট আসনের মধ্যে অন্তত পাঁচটিতে এগিয়ে আছেন মহিলারা, সেগুলো হল তমলুক, মেদিনীপুর, কাঁথি, ঘাটাল ও পুরুলিয়া। বাকি তিন কেন্দ্র বাঁকুড়া, বিষ্ণুপুর ও ঝাড়গ্রামে পুরুষ ও মহিলা ভোটের হার কাছাকাছি।

কমিশনের তথ্য অনুযায়ী, আট কেন্দ্রের মধ্যে ঘাটালে মহিলা ও পুরুষ ভোটের ব্যবধান সর্বাধিক। ঘাটালে পুরুষ ভোটের হার ৭৯.১৯ শতাংশ, ওই কেন্দ্রে মহিলা ভোট পড়েছে ৮৫.২৪ শতাংশ। তমলুক ও কাঁথি কেন্দ্রেও পুরুষদের ছাপিয়ে ৫ শতাংশেরও বেশি ভোট দিয়েছেন মহিলা। মেদিনীপুরে প্রায় দেড় শতাংশ, পুরুলিয়ায় পুরুষদের তুলনায় ০.৭৯ বেশি ভোট পড়েছে মহিলাদের। বাঁকুড়া, বিষ্ণুপুর ও ঝাড়গ্রামে ভোটদানের হারে পুরুষরা মহিলাদের পিছনে ফেললেও কোনও আসনেই ব্যবধান খুব বেশি নয়। বাঁকুড়া ও ঝাড়গ্রামে মহিলাদের থেকে ০.১৬ শতাংশ বেশি ভোট দিয়েছেন পুরুষরা। বিষ্ণুপুর আসনে মহিলাদের থেকে ১.২২ শতাংশ ভোটে পিছনে ফেলেছেন পুরুষরা।

ষষ্ঠ দফায় রাজ্যে ৮টি আসনে ভোট হয়েছে, তার মধ্যে চারটি আসন বাঁকুড়া, বিষ্ণুপুর, মেদিনীপুর ও পুরুলিয়ায় বিজেপির সাংসদ রয়েছে। চারটি আসনের মধ্যে অন্তত তিনটি আসনে মহিলা ভোটের হার বেশি। কার্যত যা বিজেপির ঘুম কেড়েছে। মহিলা ভোটের রমরমায় চিন্তায় বিজেপি। এখন দেখার কোন দলে গিয়েছে বাংলার লক্ষ্মীদের ভোট।

TwitterFacebookWhatsAppEmailShare

#Female, #Men, #Loksabha Election 2024, #Loksabha Elections, #Voters, #Sixth phase, #West Bengal, #Women

আরো দেখুন